বেলুড়: রীতি মেনে পঞ্চমীর সন্ধেতেই ষষ্ঠীর বোধন হল বেলুড় মঠের (Belur Math) দুর্গাপুজোয় (Durga Puja)। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঠের সন্ন্যাসীরা এদিন দেবীকে বরণ করেন। প্রথা মেনে কাল হবে ঊমার আমন্ত্রণ ও অধিবাস। বেলুড় মঠে দুর্গাপুজোর এবার ১২৫তম বর্ষ। ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ।

পুজোর প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে। আর প্রতিদিনই সন্ধ্যা আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর। মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় পুজোর আবেশ এসে যায়। স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গনে। বেলুড় মঠে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই অনুষ্ঠিত হয়েছিল দেবীর কাঠামো পুজো  । চিরাচরিত প্রথা মেনে  জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল উমার আবাহন।   

বেলুড় মঠে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতানুসারে। কবে কখন পুজো শুরু, কখনই বা সন্ধি পুজো, কখন মাতৃপ্রতিমার বিসর্জন, কখনই বা ভোগ বিতরণ , সবটাই জানানো হয়েছে মঠের তরফে। জেনে নেওয়া যাক। 

মঠের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যথাক্রমে সোমবার, মঙ্গলবার এবং বুধবার বেলুড় মঠে দেবী শ্রী শ্রী দুর্গা পুজো অনুষ্ঠিত হবে। দুর্গাপুজোর পুঙ্খানুপুঙ্খ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিডি বাংলায় দুর্গাপূজার সম্প্রচারের সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে। 

২৭ সেপ্টেম্বর  ২০২৫ শনিবার                     পঞ্চমী : সন্ধ্যা সাড়ে ৬ টায় বোধন

২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবারষষ্ঠী : সকাল ৬ টায় কল্পারম্ভ এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় অধিবাস

২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবারসপ্তমী : পুজো শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবারমহাষ্টমী : পূজা শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে

কুমারী পূজা : পূজা শুরু হবে সকাল ৯:০০ মিনিটে

সন্ধি পূজা : বিকেল ৫:৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩১ মিনিটে

১ অক্টোবর ২০২৫ বুধবারমহানবমী : পূজা শুরু ভোর ৫:৪০ মিনিটেহোম : দুপুর ১২:৫৭ থেকে দুপুর ২:৩০ মিনিটে

২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবারবিজয়া দশমী : পূজা শুরু হয় সকাল সাড়ে ৬ টায়দর্পণ বিসর্জন : সকাল 8:25 টায়বিসর্জন ও শান্তির জল দান : সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর               

রোজ প্রসাদ বিতরণ : দুপুর ১২:০০ (মা সারদা সদাব্রত ভবনে)          পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগরতির পর (২৯ সেপ্টেম্বর, ৩০, ১ অক্টোবর)      মা দুর্গার সন্ধ্যা আরতি : প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর ( ২৯ সেপ্টেম্বর, ৩০; ১ অক্টোবর )