সমীরণ পাল, কমলকৃষ্ণ দে, কলকাতা:  বিসর্জনের সময়ে দুই জেলায় আক্রান্ত হল পুলিশ। খড়দায় পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে টিটাগড়ের একটি পুজো কমিটির বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে মত্ত অবস্থায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু-জনকে। একই দিনে দুই জেলায় আক্রান্ত পুলিশ।একদিকে উত্তর ২৪ পরগনার খড়দা,আর অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুর। খড়দায় আক্রান্ত পুলিশ, জামালপুরে পুলিশকে মার। একেবারে প্রকাশ্যে হুমকি ধাক্কাধাক্কি। তারপর মারধর । শুক্রবার রাতে, খড়দার বলরাম পোস্ট অফিস মোড়ে এরকমই অভিযোগ ওঠে এক পুজো কমিটির উদ্যোক্তাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর,রাসখোলা ঘাটে বিসর্জনের জন্য বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রা আসছিল। এর জেরে বিটি রোডে যানজটের সৃষ্টি হয়।তখন টিটাগড়ের একটি পুজো কমিটির উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য বলে পুলিশ। তখনই দু'পক্ষের মধ্য়ে বাদানুবাদ শুরু হয়। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধর করেন পুজো কমিটির সদস্যরা। জখম হন ২-৩জন পুলিশকর্মী।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ। পাল্টা লাঠি চালায় তারা। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ব্য়ারাকপুর তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, পুলিশ যা করেছে ঠিক করেছে। অন্যদিকে,পূর্ব বর্ধমানের জামালপুরেও প্রতিমা বিসর্জনের সময় আক্রান্ত হল পুলিশ।  অভিযোগ, উজিরপুর যুবক সংঘের প্রতিমা বিসর্জনের পর বেশ কয়েকজন যুবক মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন। সরিয়ে দিতে গেলে তাঁরা পাল্টা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারের উপর চড়াও হয় ও মারধর করে। জামালপুর  আক্রান্ত সিভিক ভলান্টিয়ার বলেন, কোথায় মেরেছে কোথায়? তোমাকে কোথায় মেরেছে? কোথায় মেরেছে কোথায় ঠোঁটে? উত্তর আসে, ঠোঁটে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।