প্রদ্যোৎ সরকার, তেহট্ট: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025)। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। এই উৎসবের মরশুমেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতা থেকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথেই মৃত ১ আহত ৪। 

উৎসবের মরশুমে সুজিত কুমার বিশ্বাস নিজের পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তবে তাঁর শেষটা যে এমনভাবে হবে, তা তিনি কল্পনাও করেননি। পেশায় কলেজের পার্ট টাইম শিক্ষক সুজিত। এদিন নিজের অলটো গাড়িতে চেপে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন তিনি, তাঁর পরিবারের দুই ব্যক্তিসহ আরও দুইজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে তেহট্টের ইসলামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সুজিতদের গাড়িটি গাছে ধাক্কা মারে। আজ ভোরে ঘটনাটি ঘটেছে তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।

এই ঘটনার পরে তাঁদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ৪৭ বছর বয়সি সুজিতই নিজের প্রাণ হারান। তাঁর সঙ্গে থাকা তাঁর স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? শোনা যাচ্ছে ভোরের দিকে গাড়ি চালাতে চালাতে সুজিতের চোখ লেগে যায়। তারপরেই নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়িটি গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরেই প্রাণ হারালেন সুজিত।

ওই গাড়িতে উপস্থিত থাকা উত্তম কুমার সরকার ও তাঁর স্ত্রী গুরুতরভাবে আহত। উভয়েরই মাথায় ব্যান্ডেজ, মুখে, হাতে পায়ে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এই ঘটনাটির বিষয়ে উত্তমবাবু জানান তাঁরা ঠাকুর দেখে ফেরার সময়ই ঘটনাটি ঘটে এবং সম্ভবত সুজিতবাবুর গাড়ি চালাতে চালাতে চোখ লেগে যায়। ঘটনাটি ঘটার সময় তিনি গাড়িতেই ঘুমোচ্ছিলেন বলে জানান উত্তমবাবু। চোখে খুলেই তিনি দেখতে পান গাছের সঙ্গে তাঁদের গাড়িটি ধাক্কা খেয়েছে এবং তিনি গাড়ির বাইরে পড়ে রয়েছেন। 

উৎসবের মরশুমে শুধু ঠাকুর দেখতে গিয়ে নয়, ঠাকুর আনতে গিয়েও দুইজনের মৃত্যু হয়েছে। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা। শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয়। সেই পুজোর ঠাকুর আনতে গিয়েছিলেন তাঁরা। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজনের মৃত্যু হয়।একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়।