সঞ্চয়ন মিত্র, কলকাতা: ক্যালেন্ডারে আশ্বিনের মাঝামাঝি। আজই শুরু পুজোর অক্টোবর। মহাষষ্ঠী (Maha Shashthi) ১৯ দিন দূরে। অপেক্ষা যে ফুরোয় না। এবার এসো মা। কীভাবে সেজে উঠছে ৪১ পল্লির পুজো মণ্ডপ?
দক্ষিণ কলকাতার (South Kolkata) অন্যতম পুজো ৪১ পল্লি। এবছর ৪১ পল্লির পুজোর থিম অবগাহন। কোনও পুজো শুরুর আগে, মাতৃ বন্দনার আগে অবগাহনের মধ্যে দিয়ে অন্তরাত্মাকে শুদ্ধ করতে হয়। এই ভাবনার প্রেক্ষাপটেই এই পুজোর থিম সাজিয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। পৌরাণিক কাহিনিতে অবগাহন নিয়ে নানা তত্ত্ব রয়েছে। সেই সব তত্ত্বের ব্যাখ্যাও থাকছে ৪১ পল্লির পুজো মণ্ডপে।
৪১ পল্লির প্রতিমাতেও থাকছে অভিনব চমক। সিলিকন দিয়ে এবার এই পুজোর প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুবিমল দাস। প্রতিমার মধ্যে অবিকল মানবীর প্রতিরূপ দেখতে পাবেন দর্শনার্থীরা। থিম সজ্জার মধ্যে যেমন রিয়েলিজমের ছোঁয়া থাকছে, তেমনই দেবী প্রতিমাতেও সেই রিয়েলিজমকেই তুলে ধরা হবে ৪১ পল্লিতে। এবারের পুজোর থিম ভাবনা থেকে প্রতিমার বিষয়ে রয়েছে একাধিক নয়া চমক।
থিম শিল্পী সম্রাট ভট্টাচার্য জানান, ৪১ পল্লির পুজোয় থিম এবং প্রতিমার পাশাপাশি আলোকসজ্জাতেও দুরন্ত একটা চমক থাকবে। আমি দর্শকদের সেটা এখনই দেখাতে পারছি না, এটুকু বলতে পারি, তাঁরা এই মণ্ডপে এসে আলোকসজ্জা দেখে সম্মোহিত হবেনই। আলোক শিল্পী কুণাল পাঠক একটা বিশেষ মেকানিজম ব্যবহার করছেন আলোকসজ্জায়।
থিম মিউজিকও থাকছে ৪১ পল্লির পুজোয়। থিম মিউজিক বানাচ্ছেন সৈকত দেব। নদীমাতৃক ভারতের যে নদীগুলিকে পুণ্যতোয়া বলে বর্ণনা করা হয়েছে পুরাণে, সেই নদীগুলিকে নিয়ে মন্ত্রোচ্চারণের আবহে অবগাহনের বিশেষ গান তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন, সন্ধিপুজোর সময় মণ্ডপের উপর ওড়ে শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা গল্প