সঞ্চয়ন মিত্র, কলকাতা : ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মহিষাসুর নয়, এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি! নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা। কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত।
সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে।
সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও সপ্তমী পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোর কয়েকদিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কেমন দিচ্ছে www.imdkolkata.gov.in
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
30-Sep | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
01-Oct | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
02-Oct | 26.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
04-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
05-Oct | 26.0 | 31.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
06-Oct | 25.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |