কলকাতা: শুধুমাত্র কড়া হাতে প্রশাসন চালান তাই নয়। কবিতে লেখা থেকে গান লেখা। সুর দেওয়া, সবই এক হাতে সামলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রায় প্রতি শারদোৎসবেই তাঁর লেখা কবিতা বা গান প্রকাশিত হয়। এবারও প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী পুজোর গানের অ্যালবাম। 


সোশ্যাল মিডিয়ায় শেয়ার:
প্রবল ব্যস্ততার মধ্যেই এবারও সময় বের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেক দিন ধরেই তৈরি হয়েছে পুজোর এই অ্যালবাম। সোমবার, অষ্টমীর দিন, সেই অ্যালবাম ইউটিউবে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। 


মমতার বার্তা:
তিনি লিখেছেন, এই উৎসবের সময় বড় আনন্দের সময়। শ্রোতারা এই গান শুনে আনন্দ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।



কোন অ্য়ালবাম:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুজোর অ্যালবামের (Puja Album) নাম উৎসবের গান। মোট ৮টি গান রয়েছে এই অ্যালবামে। সব কটি গানেরই কথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সুরও দিয়েছেন তিনি। ওই গানগুলি গেয়েছেন একাধিক শিল্পী।


অ্যালবামের প্রথম গান টাকডুমাডুম-এর সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল, অদিতি মুন্সি। এই গানেই গলা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এছাড়া আরও যে যে গানগুলি রয়েছে সেগুলি গেয়েছেন জিৎ গাঙ্গুলি, শ্রীরাধা, মনোময়, চন্দ্রিকা, তৃষা পারুই, গান গেয়েছেন বাবুল সুপ্রিয়।   


প্রশাসক, রাজনৈতিক নেত্রী ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের। তা হল শিল্পীর পরিচয়। বই লেখা থেকে গান লেখা, সুর দেওয়া সবেতেই সিদ্ধহস্ত তিনি। এর আগে মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতেও দেখা গিয়েছে। তৃতীয়ার দিন সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধনের পরে ঢাক বাজান মুখ্যমন্ত্রী। প্রতিবারের মতো এবারও বহু দুর্গাপুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


দুর্গাপুজো নিয়ে বরাবরই আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে তাঁর মুখে দুর্গাপুজো ঘিরে উৎসব এবং তাকে ঘিরে বহু কর্মসংস্থানের প্রসঙ্গের কথা শোনা গিয়েছে। এবার দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের সম্মান দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তার জন্য সেপ্টেম্বরে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ক্লাব, পুজো কমিটি এবং সংস্থার তরফ থেকে যোগ দেওয়া হয়েছিল সেখানে। কার্যত সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল পুজোর অপেক্ষা।


আরও পড়ুন: সিংহের মুখ এখানে ঘোড়ার আদলে, কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখলে অবাক হতে হয়