শিবাশিস মৌলিক, কলকাতা: এবার ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করে  EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে বিজেপি কর্মীদের একাংশ। সেখানে এদিন খুঁটিপুজোয় বিজেপির রাজ্য সভাপতির আসার কথা থাকলেও আসেননি তিনি। যদিও সেখানে সংকল্প করা হল বঙ্গে বিজেপির নামে। 


বাংলার দুর্গাপুজোতে রাজনীতির রঙ


দুর্গাপুজোর আর ৩ সপ্তাহও নেই। কয়েক বছরে বাংলার দুর্গাপুজোতে রাজনীতির রঙ লেগেছ। গত ৩ বছর EZCC-তে ধুমধাম করে দুর্গাপুজো করেছে বঙ্গ বিজেপি। কিন্তু গতবারের পুজোর বঙ্গ বিজেপির তরফে জানানো হয়, এত টাকা খরচ করে পুজোর পক্ষপাতী নয় তারা। ফলে এবছর আর EZCC-তে পুজো করছে না বঙ্গ বিজেপি। কিন্তু,দলের কর্মীদের একাংশ পুজো করতে নাছোড়বান্দা। এবার তাঁরা ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করে  EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে।


EZCC-র খুঁটিপুজোয় এলেন না সুকান্ত


রাজ্য বিজেপির যুব মোর্চা সম্পাদক পঙ্কজ ঝা বলেছেন, এর সঙ্গে বিজেপির যোগ নেই। আমার বিজেপি কর্মীরা করছি। বুধবার খুঁটিপুজোর আয়োজন করেন তাঁরা। সেখানে আসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলের নেতার অপেক্ষাতেও ছিলেন কর্মীরা। কিন্তু সেগুড়ে বালি, খুঁটিপুজো অনুষ্ঠানে এলেনই না সুকান্ত মজুমদার। 


নিজেরাই খুঁটিপুজো সারলেন বিজেপি কর্মীরা


কিছুক্ষণ অপেক্ষার পর বাধ্য হয়ে নিজেরাই খুঁটিপুজো সারলেন বিজেপি কর্মীরা। সংকল্প অবশ্য করা হল বঙ্গে বিজেপির নামেই! রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন,বঙ্গ বিজেপি কোনও পুজো করছে বলে জানা নেই। বিজেপি কর্মারা তো পুজো করবে।  তবে বিজেপি সূত্রে খবর, বাঙালি আবেগকে ছুঁতে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ, একাধিক পুজোর উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠানে থাকবেন মোদি সরকারের এক ঝাঁক মন্ত্রী ও শীর্ষ নেতারা। 


আরও পড়ুন, থ্যালাসেমিয়া রুখতে সচেতনতা বার্তা নিয়ে নবরূপে দুর্গা নদিয়ায়


গতবছর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো স্পষ্টাস্পষ্টি বলেছিলেন, ‘ আগামী বছর থেকে বিজেপি আর পুজো করবে না। ’ তিনি আরও জানান, প্রতি বছর পুজো করতে  ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই বিশাল  খরচ জোগাড় করা খুব মুশকিল। তবে বিজেপির কর্মীদের অনেকেরই  ইচ্ছে সামনের বছরও পুজো হোক। কারণ ইজেডসিসি-তে এবারও ধূমধামের কমতি ছিল না। বিসর্জনের দিনও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মীরা ঢাক বাজিয়ে সিঁদুর খেলে বিজয়া উদযাপন করেন।