ঝিলম করঞ্জাই, কলকাতা: সময়ে অসময়ে ঝগড়া করা আবার বিপদে পড়লে বাঁচাতে ঝাঁপিয়ে পড়া বন্ধুরাই আজকাল হয়ে উঠছে চরম শত্রু। বিশ্বাসঘাতক হয়ে উঠছেন সবচেয়ে বিশ্বাসীরাই। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কি ঘুন ধরছে? কেন বন্ধু, সহপাঠীর মতো সুন্দর সম্পর্কের দিকেও উঠছে অভিযোগের আঙুল? গড়ফা, আনন্দপুর থেকে দুর্গাপুরের ঘটনায় অভিযুক্ত সহপাঠী। কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।                        

Continues below advertisement

কিন্তু আজকাল চারপাশে যা ঘটছে, তাতে কি বন্ধুত্বের সম্পর্কেও চিড় ধরছে? দুর্গাপুরের নির্যাতিতার বাবা বলেন, 'আমার মেয়ে যে বিশ্বাস করে ওদের সঙ্গে চলে গেল এটা তো সর্বনাশ করে দিল না! বিশ্বাস আর থাকল কোথায়?' 

প্রচলিত আছে, বন্ধু হচ্ছে সূর্যের মতো, জীবনে যতই অন্ধকার আসুক না কেন আলো নিয়ে হাজির হয় সে। কিন্তু গড়ফা থেকে দুর্গাপুর... একের পর এক যে সব ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল, সেই সব ঘটনায় প্রশ্নের মুখে সেই বন্ধু বা সহপাঠীরাই! দুর্গাপুরের নির্যাতিতার বাবার কথায়, 'ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। ওইজন্য ছেলে আজকে অ্যারেস্ট হয়েছে, সেইজন্য আমি খুশি আছি।' 

Continues below advertisement

চলতি বছর শুরুর দিনেই ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতায়। গড়ফায় বন্ধুর ফ্ল্যাটে প্রাক্তন সহপাঠীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন শহরের নামী কলেজের ছাত্র। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ পায়েল তালুকদার বলেন, 'এগুলো বাড়ছে। পুরুষতান্ত্রিক সমাজ। সহপাঠী হলেও বস্তু হিসেবে দেখছে। আশপাশে যা দেখছে, তাই করছে। নেশা বেড়ে যাওয়ায় তাৎক্ষণিক মনে হওয়াটা নিয়ন্ত্রণ করতে পারছে না।'                           

গত ২৬ সেপ্টেম্বর, আনন্দপুরের একটি ফ্ল্যাটেও ঘটে একই রকম ঘটনা। ইঞ্জিনিয়ারিয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে তাঁরই সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। আর সম্প্রতি যে ঘটনা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই দুর্গাপুর গণধর্ষকাণ্ডেও তরুণীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।                                

কিন্তু এমনটা হচ্ছে কেন? সবচেয়ে বিশ্বাসী মানুষটাই কেন হঠাৎ করে বিশ্বাসভঙ্গ করছে?