শিবাশিস মৌলিক, রানা দাস, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর থেকে রাজগঞ্জ, ওড়িশার মেডিক্যাল পড়ুয়া থেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ চাই বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। শকুনের রাজনীতি করছেন, পাল্টা বললেন কুণাল ঘোষ। এদিকে দুর্গাপুরের ঘটনার কড়া নিন্দা করে পোস্ট করেছেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী। পাল্টা ওড়িশায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতনের কথা মনে করিয়ে দিয়েছে তৃণমূলও।
আর পড়ুন, এবার ERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে যোগী আদিত্য়নাথের রাজ চাই, হ্য়াঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।' দুর্গাপুরে ক্যাম্পাসের কাছেই দ্বিতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। বিজেপি শাসিত ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তরুণীর সঙ্গে যে জঘন্য ঘটনার অভিযোগ উঠেছে, তার কড়া নিন্দা করে প্রতিক্রিয়া দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আরেক বিজেপিশাসিত উত্তরপ্রদেশের যোগীরাজ আনার পক্ষে সওয়াল করলেন শুভেনদু অধিকারী। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের পাশাপাশি, জলপাইগুড়ির রাজগঞ্জে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। এদিন নির্যাতিতা সেই নাবালিকার বাবার ভিডিও বার্তা শোনান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জলপাইগুড়ির জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে ক্লাস সেভেনের ছাত্রী, বয়স ১৩ বছর। তাকে ধর্ষণ করে, তার যে ক্ষতি করেছেন। এই ব্য়ক্তির নাম ডালিম মহম্মদ। এখানে যোগী আদিত্য়নাথের রাজ চাই, হ্য়াঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।
দুর্গাপুর থেকে রাজগঞ্জ, একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই বাংলার লজ্জা, অপদার্থ পুলিশ তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান, এই রাজ্য়ের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভূলুণ্ঠিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওরা শকুনের রাজনীতি করছেন। শুভেন্দু অধিকারীরা, ধরুন কোনও খারাপ ঘটনা ঘটল সিপিএমের জমানায় ভুরি ভুরি ঘটেছে। বিজেপির রাজ্যগুলোতে রোজ ঘটছে।
অন্যদিকে, দুর্গাপুরের দ্বিতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়া,ওড়িশার বাসিন্দার ধর্ষণের অভিযোগের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর! বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ১ ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা দুর্ভাগ্যজনক। অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক। তারপর তিনি লিখেছেন, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। এই ওড়িশাতেই গত জুলাই মাসে, বালেশ্বরে ফকিরমোহন কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন এক ছাত্রী। এর এক সপ্তাহের মধ্যে, পুরীতে এক কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি শাসিত পড়শি রাজ্যে পরপর ঘটে যাওয়া ঘটনাগুলির প্রসঙ্গ এদিন মনে করিয়ে দিয়েছে তৃণমূল। নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, রাজ্য সরকার সহানুভূতি রাখে। যারা এই ধরনের মন্তব্য করছেন ভারতীয় জনতা পার্টি তাদের বুঝতে হবে ওড়িশাতেও এরকম মহিলা শিক্ষার্থী তারওপরে অপরাধ হয়ে তারপরে সে নিজের গায়ে আগুন দিল। মারা গেল। এগুলো হওয়া উচিত নয়। তবে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স পোস্ট করে বলা হয়েছে, দুর্গাপুরে ওড়িশার মেডিক্যাল পড়ুয়ার যৌন অত্যাচারের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। সকলকে নিশ্চিত করে বলতে চাই, কোনও দোষীকে ছাড়া হবে না। নির্যাতিতার পাশাপাশি এই যন্ত্রণা যতটা ওড়িশার, ততটাই আমাদেরও। ওড়িশার মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের একটি প্রতিনিধি দল দুর্গাপুরে আসছে। নির্যাতিতার পরিবারের পাশাপাশি এ রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করবে সেই প্রতিনিধি দল।