মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। আগেই গ্রেফতার হয়েছে ৩ জন। পুলিশ সূত্রে খবর, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা মোট ৪। আরও একজনের খোঁজে চলছে তল্লাশি। যে সহপাঠীর সঙ্গে ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তিনি সহ মোট ৬ জন রয়েছে পুলিশের নজরে। এর মধ্যে ৪ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ঘটনার সময় ৫ জন ছিল বলে অনুমান পুলিশের। এই পঞ্চম জনের খোঁজে জারি রয়েছে তল্লাশি। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।
গতকাল যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আদালতে পেশ করা হয় এবং তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। গতকালই নির্যাতিতার বাবা বলেছিলেন, তাঁর মেয়ে যে শাস্তি পেয়েছেন, তা যেন আর কারও সঙ্গে না হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। সেই সঙ্গে এও বলেন, যে সহপাঠীর সঙ্গে তাঁর মেয়ে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, সেই সহপাঠী কিংবা তাঁর অন্যান্য বন্ধুবান্ধবরাও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে তাঁর। এখনও যে অভিযুক্ত অধরা রয়েছে, তার খোঁজে আশপাশের জঙ্গলে চলছে তল্লাশি। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। তার প্রায় ৩৬ ঘণ্টা পর এলাকা ঘিরে দেয় পুলিশ। ড্রোন উড়িয়ে জঙ্গলে চলে তল্লাশি। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে হিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ দুর্গাপুরে যাচ্ছে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধি দল।
চতুর্থ যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার নাম শেখ নাসিরউদ্দিন। আইকিউ মেডিক্যাল কলেজের পাশের বিজরা গ্রামের বাসিন্দা সে। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ব্যাক্তিকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চতুর্থ ব্যক্তি জঙ্গল দিয়ে পালিয়ে গিয়েছিল। তার খোঁজে কাল ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তাকে আটক করে থানায় এনে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবার তাকেই গ্রেফতার করা হয়েছে। পঞ্চম যে অভিযুক্ত নিখোঁজ তার খোঁজেও চলছে তল্লাশি। শোনা যাচ্ছে, ৪ ধৃতকে নিয়ে আজ কিংবা আগামীকাল ঘটনাস্থলে আসতে পারে পুলিশ। এই ঘটনায় কার কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফে।