কলকাতা: প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোর দায়িত্বে কে? রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। বিরোধীরা যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে, তখন পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি। এই আবহে রবিবার ফের উত্তরবঙ্গে যাওয়ার আগে এবিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
রাজ্যের বিরোধী দলনেতার কথায়, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে। উনি পুলিশমন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অভয়া হয়ে IQ সিটি প্রাইভেট মেডিক্যাল কলেজ পর্যন্ত তিনি আজকে উপসংহার টেনে দিলেন যে, আমি মহিলাদেরকে রাতের বেলা সুরক্ষা দিতে পারব না। আমার নির্দেশ হচ্ছে রাতে মহিলারা যেন না বেরোয়। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস আদালত, সব বন্ধ করে দিন। লকডাউনের মতো। তাহলে মহিলারা বাড়িতেই থাকবে।'
কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেন্স। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, তাদেরও আমি অনুরোধ করব রাতে না বেরোতে। কারণ পুলিশ তো জানতে পারে না, কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাটা সমর্থন করছি না। যে যেখানে যেতে পারে, তার অধিকার। কিন্তু যারা হস্টেলে থাকে, তার একটা সিস্টেম আছে।'
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পর মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া তরুণীকে গণধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রী যা বললেন, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধীরা।