মনোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা, ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছেই গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই IQ সিটি মেডিক্যাল কলেজ লাগোয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন ওই হাসপাতালেরই প্রাক্তন নিরাপত্তারক্ষী। আরেকজন একটি হাসপাতালের অস্থায়ী কর্মী।
কারা গ্রেফতার ? কী পরিচয় ?
রবিবার গ্রেফতার করা হয় শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি, ফিরদৌস শেখকে। সোমবার শেখ নাসিরউদ্দিন ও সফিক শেখকে গ্রেফতার করে পুলিশ।
রেয়াজউদ্দিন
রবিবার যে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাদের মধ্যে ৩১ বছরের শেখ রেয়াজউদ্দিনের, বাড়ি IQ সিটি মেডিক্যাল কলেজের পাশেই দুর্গাপুর B জোনের বিজড়া ডাঙাপাড়ায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বছর কয়েক আগে এই মেডিক্যাল কলেজ হাসপাতালেই নিরাপত্তারক্ষীর কাজ করত রেয়াজউদ্দিন। তার বউদির কথায়, 'পুলিশ এসে দেওরকে ধরে নিয়ে যায়...ও নিজের ইচ্ছেয় কাজ ছেড়েছিল...এখন কিছু করে না...এদিক-ওদিক ঘুরে বেড়ায়'
ফিরদৌস শেখ
২৩ বছরের ধৃত ফিরদৌস শেখ। দুর্গাপুরের মিশন হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ করত। ঘটনার দিনও মর্নিং শিফটে কাজ করে। তার কাছ থেকেই নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এ ব্যাপারে তারা কিছু জানে না।
অপু বাউড়িআরেক ধৃত, ২১ বছরের অপু বাউড়ি বিজড়া ডাঙাপাড়ারই বাসিন্দা। পরিবারের দাবি, অপু দিনমজুরের কাজ করে। যদিও তার স্ত্রী মামণি বাউড়ির দাবি, একসঙ্গে ঘুমিয়েছিল, ফাঁসানো হয়েছে। তাকে।
শেখ নাসিরউদ্দিন
সোমবার আরও যে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে রয়েছে ২৩ বছরের শেখ নাসিরউদ্দিন। স্থানীয় সূত্রে দাবি, সে দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। প্রতিবেশীদের দাবি, ধৃত নাসিরউদ্দিনের বাবা তৃণমূল করেন।
সফিক শেখ
সোমবার আরও যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, সে হল ৩০ বছরের সফিক শেখ। সোমবার ধৃত ২জনকে আদালতে তোলা হলে বিচারক ৯ দিন পুলিশ হেফাজকের নির্দেশ দেন।
রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী বলেন, রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? সোমবার, নির্যাতিতার বাবা বলেন, তাঁর কাছে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ফোন আসে, যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে।