হিন্দোল দে ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন...তারপরই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ । এরইমধ্য়ে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী দুর্গাপুরকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? যদিও, সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য ও নির্যাতিতার বাবার বক্তব্য
সোমবার, নির্যাতিতা মেডিক্য়াল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের ওপর যে অত্য়াচার হয়েছে, তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত সাড়ে ৯টায়। বলেন, 'ওই যে মমতা ম্য়াডাম বললেন যে সন্ধে ৭টার সময় বাড়িতে বেরোবে না। তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না। চাকরি করবে না। এখানে এটা কী? আমরা কী আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত ১২টার সময় হয়েছে, যে ১২টার সময় বেরোচ্ছে। আমার কাছে ফোন গেছে সাড়ে ৯টার সময়। সাড়ে ৯টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে ধর্ষণ হয়েছে।'
এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারাও প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্য়মন্ত্রী রাত সাড়ে বারোটার তত্ত্ব পেলেন কোথা থেকে? সবমিলিয়ে, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক
কোথায় ঘটে এই ঘটনা ?
CCTV ফুটেজে পাওয়া তথ্য অনুসারে, ঘটনাটা এমন একটা জায়গায় হয়েছে, যার আশেপাশেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। সেই জায়গা তাঁর কলেজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে! ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্য়াভিনিউ ধরে প্রায় দেড় কিলোমিটার গেলেই রয়েছে CRPF ক্যাম্প। ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। ঘটনাস্থল থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার দূরত্ব পাঁচ কিলোমিটার। সাড়ে চার কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার 'B' জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের DC ইস্টের অফিস সাড়ে সাত কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে সাড়ে আট কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউয়ের পাশে এই জায়গায়। এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আই কিউ সিটি হাসপাতালের দূরত্ব তিন দশমিক নয় কিলোমিটার।