হিন্দোল দে, অমিতাভ রথ, কলকাতা: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নির্যাতিতার সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রীর। ডাক্তারির ছাত্রী ছাড়াও মায়ের সঙ্গেও কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দোষীদের কঠোর শাস্তির জন্য যাবতীয় পদক্ষেপের আশ্বাস মোহনচরণ মাজির। দুর্গাপুরে আসা ওড়িশার মহিলা কমিশনের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রীর। 

Continues below advertisement

আরও পড়ুন, '১ দিন ঘুরে, ফোটোশ্যুট করে পালিয়ে গিয়েছে' ! উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?

Continues below advertisement

দুর্গাপুরের নির্যাতিতার মা-র সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্য়মন্ত্রী মোহনচরণ মাঝি। কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন তিনি। নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটেই বিজেপি প্রশ্ন তুলেছে, এরাজ্যের মুখ্যমন্ত্রী এখনও কেন নির্যাতিতা বা তার পরিবারের সঙ্গে কথা বললেন না? ওড়িশার মুখ্যমন্ত্রী  মোহনচরণ মাঝি বলেছেন,  'নিশ্চিতভাবে আমরা ওদের ছাড়ব না। দোষীদের সাজা দিতে ওড়িশা সরকার চাপ দেবে। 'দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ফোনে নির্যাতিতার মা বলেছেন, দোষী যেনও সাজা পায়। ওড়িশার মুখ্যমন্ত্রী  মোহনচরণ মাঝি বলেছেন, নিশ্চিতভাবে আমরা ওদের ছাড়ব না। এটা যে যে ফোরামে তোলা যাবে আমরা তুলব। দোষীদের কঠোর শাস্তি দিতে আমরা চাপ দেব। 

 নির্যাতিতার সঙ্গেও কথা বলে তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন একটু ভাল লাগছে তো? ধীরে ধীরে শরীর সুস্থ হচ্ছে? ওখানে পুলিশ নিরাপত্তাবাহিনী গেছে। সব ব্যবস্থা করেছি।  একদম চিন্তা করবে না। ধৈর্য ধরো। বুঝলে। অসীম সাহসের সঙ্গে এগিয়ে এসে মোকাবিলা করো। তোমার সঙ্গে ওড়িশা সরকার আছে। তোমাকে সম্পূর্ণ সাহায্য করবে। আর দোষী নিশ্চিতভাবে শাস্তি পাবে। তার জন্য সম্পূর্ণভাবে সব ধরনের ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে করা হচ্ছে। 

 ওড়িশার মুখ্য়মন্ত্রী ফোনে কথা বলতে পারলে, যে রাজ্য়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেখানকার মুখ্য়মন্ত্রী কেন এখনও নির্যাতিতা কিংবা তাঁর বাবার সঙ্গে কথা বললেন না? প্রশ্ন তুলেছে বিজেপি। ওড়িশার মুখ্য়মন্ত্রীর অবস্থানে খুশি নির্যাতিতার বাবা!উল্টোদিকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। ওড়িশার মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছেন? প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা জানিয়েছেন, সবসময়। সবসময়। সকলে। মুখ্যমন্ত্রী, SP DSP DIG সবাই। আমার খবর সবসময় নিচ্ছে। কেমন আছে, কী হয়েছে, না হয়েছে। ভালভাবে থাক। ভগবানকে ডাক যত তাড়াতাড়ি পার সেখানে কাজ শেষ করে ওড়িশা চলে আস। আমি তো বন্ধু হিসেবে বাংলায় এসেছিলাম। বন্ধুকে কী করল? পরিবার চাইছে দ্রুত সুবিচার।উল্টোদিকে গণধর্ষণকাণ্ড ঘিরে রাজনীতিও তুঙ্গে।