মনোজ বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র রায়: দুর্গাপুরে (Durgapur) বন্ধ থাকা মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির (Football Academy) দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (Durgapur Steel Plant)। আজ CISF ও পুলিশকে (Police) সঙ্গে নিয়ে অ্যাকাডেমির দখল নেয় ডিএসপি (DSP)। ফুটবলার তৈরির জন্য মোহনবাগানকে (MohunBagan) তাদের পরিকাঠামো ব্যবহার করতে দিয়েছিল এই কেন্দ্রীয় সংস্থা।


ভাঙা হল ঘরের তালা। ঘর থেকে বের করে দেওয়া হল জিনিসপত্র। সোমবার সকালে বন্ধ থাকা মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর থানার পুলিশ ও CISF-কে নিয়ে অ্যাকাডেমির দখল নিল তারা।  ফুটবল অ্যাকাডেমির কর্মী রঞ্জন সেন বলেন ,”আর্থিক কারণে বন্ধ হয়েছে, আজ ওরা এসে জিনিসপত্র বের করে দেয়।’’


২০০২ সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জায়গায় তৈরি হয় মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমি। নতুন নতুন ফুটবলার তৈরি করতেই এই অ্যাকাডেমি চালু হয়। ২০১৯ সাল পর্যন্ত চালু ছিল অ্যাকাডেমি। কিন্তু, আর্থিক ও করোনার কারণে গত বছর থেকে বন্ধ ছিল এটি। এদিন অ্যাকাডেমি নিজেদের দখলে নিল ডিএসপি। মোহনবাগান সেইল ফুটবল অ্যাকাডেমির পরিচালন কমিটির সদস্য আনন্দময় ঘোষ বলেন, “কোভিডকালে বন্ধ ছিল, ডিএসপি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আগে ৫০ জন ফুটবলার থাকত।’’


ডিএসপির তরফে দাবি করা হয়েছে, এই ইস্যুতে অ্যাকাডেমি কর্তৃপক্ষকে বহুবার চিঠি দিয়েও জবাব না মেলায় এই পদক্ষেপ করা হয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট জেনারেল ম্যানেজার (নগর প্রশাসন) অরুণকুমার অম্বেডকর বলেন, “চিঠির জবাব না মেলায় দখল নেওয়া হয়েছে।’’ এপ্রসঙ্গে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, “অঞ্জন মিত্রর জন্য অ্যাকাডেমি হয়, বর্তমান কমিটির সঙ্গে এর সম্পর্ক নেই, ওই অ্যাকাডেমি বন্ধ হয়ে গেছিল।’’


অ্যাকাডেমির এই পরিস্থিতি দেখে মনখারাপ দুর্গাপুরবাসীর। ওই এলাকার বাসিন্দা শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন, মন খারাপ, অনেক ফুটবলার তৈরি হয়েছে।  সব মিলিয়ে অতীতে বহু ফুটবলারের জন্ম দেওয়া মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির আজ করুণ পরিণতি।


আরও পড়ুন: Malda News: মালদায় অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন পরিবারের, রুখে দিল জেলা চাইল্ড লাইন ও পুলিশ