সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে (Duttapukur) বিস্ফোরণে এখনও মৃত্যু হয়েছে ৯ জনের। মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা শাহবাজ আলমের। বাড়িতে না বলেই, বাজি কারখানায় কাজে এসেছিল শাহবাজ। একমাত্র ছেলের মৃত্যুতে শোকাহত বাবা। বিস্ফোরণে মৃত শাহবাজ আলমের বাবা সেলিম আলম বলেন, 'আমার একটা ছেলে চলে গেল।' 


পোড়া বারুদের গন্ধ আর, স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে রয়েছে দত্তপুকুরের আকাশ-বাতাস। রবিবার সকালের বিস্ফোরণ বদলে দিয়েছে অনেক কিছু। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুদূর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা থেকে সাহবাজ আলম ২২ বছর বয়স, বাড়ি থেকে রুটি-রুজির টানে এসেছিল দত্তপুকুরের এই বাজি কারখানায়। অভিমান করে বাড়ি ছেড়েছিল।


শাহবাজের বাবা বলেন, 'নাইন অবধি পড়েছে ছেলে। বলত বুলেট কিনে দে, টাটা সুমো। না কিনে দিলে আমি থাকব না। বলেনি কী কাজ করবে। রাগ করে চলে এসেছিল। ছেলেকে ফোন করিনি। বলেছিল, আব্বা গাড়ি কিনে দাও। রাগারাগি হল। আমি বলেছিলাম, বেটা কিনে দেব।' 


অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার সুতির একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে দত্তপুকুরের বিস্ফোরণে। মৃতের আত্মীয় হাবুল শেখ বলেন, 'পরশু দিন জানলাম বিদেশ গেছে খাটতে। কাজকাম কী থাকবে। বাইরেই তো যাচ্ছে আমাদের সব কাজের লোক। মিস্ত্রির কাজ জেনে এখানে এসে শুনছি।' 


আরও পড়ুন, 'বাজির কারখানা'য় তরল রাসায়নিক, স্টোনচিপ, অত্যাধুনিক যন্ত্রপাতি, কী তৈরি হত? কী বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা?


বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর মৃত্যু হয়েছে তার আরেক অংশীদার সামসুল আলি ওরফে খুদের। গতকাল এই খুদের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণে ঝলসে যায় সামসুলও। এর আগে বাজি কারবারি কেরামত আলি ও তার ছেলে রবিউলেরও মৃত্যু হয় বিস্ফোরণে। বিস্ফোরণস্থলের অদূরেই মেলে একটি মুণ্ডহীন দেহ। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ফলে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 


এদিকে, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশের একাধিক বাড়িও। কারও বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে, তো কারও আবার মাথার উপর ছাদটাই সরে গেছে। দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণের তীব্রতায়, ক্ষতি হয়েছে আশপাশের একাধিক বাড়ি। অসহায় বহু মানুষ। ৯ জনের প্রাণ কেড়েছে অবৈধ বাজি কারবার। কিন্তু যাঁরা ওই কারবারের সঙ্গে জড়িত না থেকেও বিপুল ক্ষতির মুখে পড়লেন, তাঁদের কী হবে? কে পাশে দাঁড়াবে তাঁদের?