পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নেশাগ্রস্ত অবস্থায় SSKM হাসপাতালে ডিউটি! রোগীর পরিজনদের মারধর, গালিগালাজ ও তাঁদের উদ্দেশে অভব্য় আচরণ করার অভিযোগ উঠল কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের (Constable) বিরুদ্ধে!  করা হল অভিযুক্ত পুলিশকর্মীকে। 


সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে। অথচ সেই উর্দিধারীর বিরুদ্ধেই উঠল নেশাগ্রস্ত অবস্থায় রোগীর পরিজনদের মারধর ও তাঁদের সঙ্গে অভব্য় আচরণের অভিযোগ! SSKM হাসপাতালে কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে উঠেছে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে!


অভিযোগকারী রোগীর পরিজনদের দাবি, মঙ্গলবার রাতে, SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের বাইরে, ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মী অসংলগ্ন আচরণ করছিলেন।  অভিযোগ, এরইমধ্য়ে আচমকা রোগীর পরিজনদের উদ্দেশে গালিগালাজ, নেশাগ্রস্ত অবস্থায় অভব্য় আচরণ, এমনকী মারধরও করেন উজ্জ্বল সিংহ নামে ওই পুলিশ কনস্টেবল। SSKM-এ কর্তব্য়রত পুলিশ কনস্টেবল ঊজ্জ্বল সিংহ মদ্যপ অবস্থায় এদিন বলেছিলেন, আমার কাছে যা টাকা আছে না। পয়সা আপনার কথা আছে? পয়সা কত আছে? পুলিশের চাকরি করি। আপনার বাড়ি আমি কিনে নিতে পারি এরকম ক্ষমতা আছে। ৮ কোটি আছে।       


পাল্টা ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিজনরা। বিক্ষুব্ধ রোগীর পরিজন বলেন, সেয়ানাগিরি? ওকে বাইরে বের করুন, নেশা করে সরকারি হাসপাতালে ডিউটি করছেন? 


হাওড়ার বাসিন্দা এক রোগীর পরিবার ভবানীপুর থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগকারিণী বলেছেন, 'বলছে কিনে নেব। মমতা এতকিছু করে সাজিয়েছে। এরা কারা? পুলিশ এসব বলছে?'
লালবাজারের তরফে জানানো হয়েছে, ঊজ্জ্বল সিংহ নামে ওই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। SSKM-এর ডিউটি থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয়েছে ডিভিশনে।


আরও এক কনস্টেবল গ্রেফতার: কিছুদিন আগে আরও এক গুণধর 'কোটিপতি' কনস্টেবলের খোঁজ মিলেছিল! আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে খবর, রামপুরহাট থানার কনস্টেবলের নামে ৭৬ লক্ষ টাকার ১২টি ফিক্সড ডিপোজিট রয়েছে। আছে প্রায় ১০ লক্ষ টাকার জীবন বিমা! বীরভূমের ওই কোটিপতি কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। রাজ্য দুর্নীতি দমন শাখার দাবি,  বান্ধবীকে শুধু ১২ লক্ষ টাকার গাড়িই নয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকাও দিয়েছিলেন রামপুরহাটের ধৃত পুলিশ কনস্টেবল। এ দিন ধৃত কোটিপতি কনস্টেবলকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।