DYFI Brigade Meeting: 'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি', DYFI সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর

DYFI Meeting: ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন

ABP Ananda Last Updated: 07 Jan 2024 05:13 PM

প্রেক্ষাপট

DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে ৭টি মিছিল। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর...More

DYFI Brigade Meeting LIVE Updates: 'ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হটার প্রশ্ন নেই', হুঙ্কার মীনাক্ষী মুখোপাধ্যায়ের 

'যারা বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল নিতে এসেছি। অনেক দূর থেকে লড়াইয়ের বার্তা নিয়ে এসেছি', ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ মীনাক্ষীর। 'ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হটার প্রশ্ন নেই', ইনসাফের লড়াই ক্ষণিকের নয়, অবিরাম, ধারাবাহিক। যতদিন গরিবের টুঁটি চিপে ধরার চেষ্টা হবে, বামপন্থীরা রক্তবীজের ঝাড়, লড়ে যাবে, হুঙ্কার মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল সমর্থকদেরও আহ্বান।