কলকাতা: দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা (DYFI Rally)। প্রায় ২ মাস ধরে চলা এই কর্মসূচি শুরু হবে কোচবিহারে। ব্রিগেড সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে ৭ জানুয়ারি।
শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা: ভারত জোড়ো যাত্রা করে বিপুল সাড়া পেয়েছেন রাহুল গাঁধী। যার অংশ হিসেবে এরাজ্য়েও দীর্ঘ পথ হেঁটেছিলেন অধীর চৌধুরীরা। পঞ্চায়েত ভোটের আগে আবার নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটের আগে, জনসংযোগ বাড়াতে পথে নামছে সিপিএমের যুব সংগঠন DYFI। ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর ৭ জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI।
শূন্যপদে নিয়োগ, শিক্ষা, দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা। DYFI-এর দাবি, রাজ্যের সব জেলার ওপর দিয়ে যাবে তাঁদের ইনসাফ যাত্রা। ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়ে তা যাদবপুরে শেষ হবে। ৭ জানুয়ারির ব্রিগেডে ১০ লক্ষ মানুষের জমায়েতের হবে বলে দাবি DYFI-এর। তার আগে ইনসাফ যাত্রা চলাকালীন বিভিন্ন জায়গায় হবে সভা-সমাবেশ।
অতীতে একাধিকবার ব্রিগেড সমাবেশ করেছে সিপিএমের যুব সংগঠন। তবে তা হয়েছে রাজ্যে বাম সরকারের আমলে। কিন্তু বর্তমানে লোকসভায় এ রাজ্য থেকে সিপিএমের আসন সংখ্যা শূন্য। বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে গোটা রাজ্যজুড়ে এত বড় কর্মসূচি করার মতো সাংগঠনিক শক্তি রয়েছে তো তাদের? ইতিমধ্যেই ইনসাফ যাত্রা কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে নেমেছে DYFI। ঠিক হয়েছে, কর্মসূচি চলাকালীন যাঁরা মিছিলে হাঁটবেন, বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা কর্মীদের বাড়িতেই থাকবেন। এপ্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “ওরা ২ হাজার পুলিশ নিয়ে, গাড়ি নিয়ে গেছিল।আমাদের কবজির জোরে ব্রিগেড করব। আমরা বুঝে নেব। টানা ২ মাস ধরে অভিযান চলবে।’’
এদিকে সিতাইয়ে আক্রান্ত হলেন ডিওয়াইএফআইয়ের তিন নেতা। অভিযোগ, ইনসাফ যাত্রার প্রচার সভা থেকে দিনহাটায় ফেরার পথে তাদের বেধড়ক মারধর করা হয়। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: Sonarpur News: সোনারপুরের বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক, গুরুতর আহত ১