West Bengal News Updates: এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
West bengal News Update: রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটে ইডি-র হানা
বিডিও অফিস থেকে বিক্রি করা হচ্ছে সরকারি নথি। বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ১৫ বছরের পুরনো নথি সরকারি নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। নতুন কিছু নথি বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বিডিওর সাফাই, চোখে পড়া মাত্রই সেগুলি সরিয়ে রাখা হয়েছে।
ইডি-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার। দুর্নীতি ইস্যুতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তাহলে কি এজেন্সি-সংঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াল সিপিএম? রাজনৈতিক মহলে এনিয়ে জল্পনার মধ্যেই সারদা-তদন্তের প্রসঙ্গ টেনে ইয়েচুরির বক্তব্য, দুর্নীতি যাঁরা করেছে, দেরি না করে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
গাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪১ লক্ষ টাকা। বর্ধমানে চালকল মালিককে গ্রেফতার করল পুলিশ। টাকার উৎস কী? কোনও নথি দেখাতে না পারায় গ্রেফতার বলে জানিয়েছে পুলিশ। যদিও আদালতে জামিন পেয়েছেন ধৃত ব্যবসায়ী।
মুখ্যমন্ত্রীর পর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিজেপি যে ওঁকে ফাঁসিয়েছে, সেটা রাজনৈতিক মহল জানে। উনি সেটাই বলতে চেয়েছেন। ধৃত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ায়, তার এভাবেই ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী।
এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর । 'করোনার সময় স্বাস্থ্য দফতরে যে দুর্নীতি হয়েছে, তার সব তথ্য জোগাড় করেছি'। 'স্বাস্থ্য দফতরে করোনার সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে'। 'স্বাস্থ্য দফতরে নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে'। 'জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট পাল্টে ভুয়ো ডাক্তার নিয়োগ করা হয়েছে'। 'শুধু শিক্ষা, খাদ্য জেলে গেলে হবে না, স্বাস্থ্যকেও জেলে যেতে হবে'। নন্দকুমারে বিজেপির বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে হুঙ্কার বিরোধী দলনেতার।
রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয়র ২ প্রাক্তন ও বর্তমান পিএ-র পরে নজরে আরও ১ পিএ। রহড়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর আরও এক প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে ইডি ।
রেশন দুর্নীতিতে যুক্ত থাকার একযোগে রানাঘাটের ৩ রেশন ডিলারের বাড়িতে ইডির হানা। দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মেদিনীপুর, রানাঘাট, হাবড়ায় বিজেপি-বাম-কংগ্রেসের মিছিল।
রেশন দুর্নীতির অভিযোগে ভোর রাত থেকে অন্তত ১৩ জায়গায় ইডির অভিযান । বালু-বাকিবুরের গ্রেফতারির পরে রেশন দুর্নীতির সূত্রের খোঁজে ম্যারাথন তল্লাশি । কলকাতা, উত্তর ২৪ পরগনা থেকে হাওড়া, নদিয়া-একযোগে ইডির অভিযান। রেশন ডিলারের বাড়ি থেকে আটা, চালকল, হোটেল, গুদামে, কারখানায় তল্লাশি ।
দোকান বিক্রি করায়, তৃণমূলের দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা! রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা। ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারির ঘটনায় গ্রেফতার আরও ৫ । টিকিট কালোবাজারির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ২১, বাজেয়াপ্ত আরও ৩৩টি টিকিট । লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযোগের ভিত্তিতে ময়দান থানায় আরও ২টি এফআইআর । টিকিট কালোবাজারির ঘটনায় এফআইআরের সংখ্যা বেড়ে ৯ । অবশেষে ময়দান থানায় সিএবি আধিকারিকরা। সিএবি প্রেসিডেন্টকে তৃতীয় নোটিসের পর ময়দান থানায় আধিকারিকদের পাঠাল সিএবি: সূত্র
Money Recover: বর্ধমানে ৪০ লাখ টাকা সহ পাকড়াও চালকল মালিক। বর্ধমানের তেলিপুকুরে গাড়ির ডিকি থেকে উদ্ধার ৪০ লক্ষ টাকা। ধৃতের নাম অচিন্ত্যকুমার যশ। গতকাল রাতে বর্ধমান-আরামবাগ রোডে নাকাতল্লাশির সময় আটক, সকালে গ্রেফতার ব্যবসার টাকা বলে দাবি ধৃত চালকল ব্যবসায়ীর যদিও কোনও তার সপক্ষে কোনও নথি দেখাতে পারেননি তিনি, দাবি পুলিশ সূত্রের।
Dilip Ghosh: ধরা পড়ে গেলেই চক্রান্তের গল্প। মানুষ সবই বুঝতে পারছে। এমন কোনও দুর্নীতি নেই যার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। মন্তব্য দিলীপ ঘোষের।
Dilip Ghosh: ধরা পড়ে গেলেই চক্রান্তের গল্প। মানুষ সবই বুঝতে পারছে। এমন কোনও দুর্নীতি নেই যার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। মন্তব্য দিলীপ ঘোষের।
Dilip Ghosh: ধরা পড়ে গেলেই চক্রান্তের গল্প। মানুষ সবই বুঝতে পারছে। এমন কোনও দুর্নীতি নেই যার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। মন্তব্য দিলীপ ঘোষের।
DYFI Protest: আজ দ্বিতীয় দিনে পড়লো ডিওয়াইএফআই- এর (DYFI Protest) ইনসাফ যাত্রা। দুর্নীতির প্রতিবাদ, নিয়োগ, আইনশৃঙ্খলার উন্নতি সহ একাধিক দাবিতে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। গতকাল কোচবিহার (Coochbehar) থেকে শুরু হয় যাত্রা। ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে রাতে পৌঁছে যায় আলিপুরদুয়ারে। আজ আলিপুরদুয়ারের বাবুরহাট থেকে শুরু হবে যাত্রা। প্রায় ১৩৫ কিলোমিটার পথ হেঁটে ফালাকাটা হয়ে পৌঁছবে বানারহাটে। প্রায় ২ মাস হেঁটে ৭ জানুয়ারি ব্রিগেডে পৌঁছবেন ডিওয়াইএফআই নেতা-কর্মীরা
রাজ্যে একের পর এক দুর্নীতির ইস্যুতে নাম জড়াচ্ছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের। আর যতবারই শাসকদলের অন্দরে আলোড়ন হয়, ঠিক ততবারই এজেন্সি এড়াতে শুভেন্দুর বিজেপি যোগের প্রসঙ্গ টানেন শাসকদলের হেভিওয়েটরা। এমন অভিযোগ প্রায়শই শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখেও। স্ট্যান্ডআপের সুরেও তাঁকে কমবার কটাক্ষ করতে দেখা যায়নি। তবে কথাটা হচ্ছে, বছর পেরোলেই লোকসভা ভোট। তাই কার্যতই আর বিষয়টা হালকা ফিলকার খোঁচায় আটকে নেই। বিশেষ করে জ্যোতিপ্রিয় গ্রেফতারের পর মেজাজ সপ্তমে শাসকদলের শীর্ষ নের্তৃত্বের একাংশের। তাই এবার আর ধীরে সুস্থে নয়, একেবারে ২৪ ঘণ্টার সময় বেধে, অধিকারী প্রাইভেট লিমিটেডের যাবতীয় কারচুপি প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে চুপ বসে নেই বিজেপিও। কুণাল ঘোষের বিশ্বাসযোগ্যতা কোথায় ? পাল্টা প্রশ্ন তুলে আক্রমণ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।
রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটের দুটি জায়গায় ED-র হানা। রানাঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান। সকাল ৯টা নাগাদ ED-র ৮ জনের দল পৌঁছে যায় ব্যবসায়ীর বাড়িতে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে এই চাল কল মালিক ও রেশন ডিলারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে ED। পাশাপাশি, রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডে সড়ক পাড়ায় রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও চলছে ED-র তল্লাশি।
TMC: দোকান বিক্রি করায়, তৃণমূলের (TMC) দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা! রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।
TMC: দোকান বিক্রি করায়, তৃণমূলের (TMC) দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা! রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।
Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডের (Ration Scam) তদন্তে ফের তৎপর ইডি (ED)। বনগাঁয় আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতে হানা। দুটি দলে ভাগ হয়ে আটা কলের দুই মালিক মন্টু সাহা (Mantu Saha) ও কালীদাস সাহার (Kalidas Saha) বাড়িতেও শুরু । হয়েছে তল্লাশি। ইডি সূত্রে দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ আটা কলে রেশনের গম আনা হত। রেশন কেলেঙ্কারিতে এই আটা কল মালিকদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ইডি।
West Bengal News: সরকারের সুরে সুর না মেলালেই কি শিল্পী এবং শিল্পকে পড়তে হবে শাসকের রোষে? শিল্পের ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপের এই প্রবণতায় কবে দাঁড়ি পড়বে? 'চাকদা নাট্যজন'-এর বুকিং-বাতিল বিতর্কে ফের উঠছে এই প্রশ্ন।
Ballygung Station: বালিগঞ্জ স্টেশনের (Ballygung Station) কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল আধঘণ্টার জন্য ব্যাহত হয়। অফিস টাইমে ভোগান্তি যাত্রীদের। রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের কাছে শিয়ালদাগামী লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। এর জেরে সকাল ৮টা ৫৫ থেকে সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটে ইডি-র হানা। রানাঘাট (Ranaghat) পুরসভার ওল্ড বহরমপুর (Beharaumpur) রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি (ED Raid) অভিযান। সকাল ৯টা নাগাদ ইডি-র ৮ জনের দল পৌঁছে যায় ব্যবসায়ীর বাড়িতে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) সঙ্গে নিতাই ঘোষের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে ইডি।
রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটে ইডি-র হানা। রানাঘাট পুরসভার ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান।
ইডেনের টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ। অবিলম্বে সংস্থার কোনও প্রতিনিধিকে হাজিরার নির্দেশ।
Ration Scam: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার ইডির (ED) নজরে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ও তাঁর পরিজনদের বিদেশ যাত্রা। সূত্রের দাবি, বিদেশ যাত্রার সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন তদন্তকারীরা। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি, কয়লাপাচার, গরুপাচার মামলার মতো, রেশন দুর্নীতি মামলাতেও উঠে আসছে এজেন্ট-যোগ!
Kunal Ghosh: ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের সব অনিয়ম, কারচুপি সামনে আসবে। সময়সীমা বেঁধে দিয়ে এবার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তা শুনে বিজেপির (Bjp) কটাক্ষ, শুভেন্দু (Suvendu Adhikari)-আতঙ্কে ভুগছে তৃণমূল (TMC)।
West Bengal News Updates: বেলাগাম দুর্নীতি বনাম বকেয়ায় বঞ্চনা, আগামী কয়েকদিনের মধ্যে এই দুই মেরুতেই কী আড়াআড়ি বিভক্ত হতে চলেছে রাজ্য রাজনীতির তর্জন-গর্জন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন, তখন রেশন দুর্নীতি ইস্যুতে ঝাঁঝ বাড়িয়ে প্রতিদিনই পথে নামছে বিজেপি। গতকালও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে, দক্ষিণবঙ্গের কলকাতা, সর্বত্র পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
Ration Scam: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার ইডির (ED) নজরে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ও তাঁর পরিজনদের বিদেশ যাত্রা। সূত্রের দাবি, বিদেশ যাত্রার সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন তদন্তকারীরা। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি, কয়লাপাচার, গরুপাচার মামলার মতো, রেশন দুর্নীতি মামলাতেও উঠে আসছে এজেন্ট-যোগ!
প্রেক্ষাপট
West bengal News: ফের দিল্লি-এনসিআর (Delhi NCR)-এ ভূমিকম্প (Earthquake), কাঁপল কলকাতাও (Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূমকম্পনের উৎসস্থল নেপাল (Nepal)। কাঁপল উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহারও (Bihar)।
Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডের (Ration Scam) তদন্তে ফের তৎপর ইডি (ED)। বনগাঁয় আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতে হানা। দুটি দলে ভাগ হয়ে আটা কলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। ইডি সূত্রে দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ আটা কলে রেশনের গম আনা হতরেশন কেলেঙ্কারিতে এই আটা কল মালিকদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ইডি।
Jyotipriyo Mallick: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ফের জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করল ইডি (ED)। সূত্রের খবর, সোমবারের মধ্যে অভিজিৎ দাসকে (Abhijit Das) সম্পূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের ব্যাঁটরার বাড়িতে মেলে মেরুন ডায়েরি। ডায়েরির ভিত্তিতে অভিজিৎকে দিনপাঁচেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
BJP: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) গ্রেফতারি নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুললেন। তবে সঙ্গে জুড়ে দিলেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপধ্যায়ের (Abhishek Banerjee) নাম! জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) মন্তব্য ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। এই নিয়ে কড়া প্রশ্ন তুলেছে বিরোধীরা।
Kunal Ghosh: ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের সব অনিয়ম, কারচুপি সামনে আসবে। সময়সীমা বেঁধে দিয়ে এবার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) । তা শুনে বিজেপির কটাক্ষ, শুভেন্দু-আতঙ্কে ভুগছে তৃণমূল (TMC)।
Malda News: মালদা (Malda) থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল। দত্তপুকুরে বাস থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্য়বসায়ী। ধৃত পূজা বিশ্বাস বারাসাতের আলগরিয়ার বাসিন্দা। উদ্ধার ১২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৪টি ম্যাগাজিন। মালদা-কলকাতা রুটের বাস থেকে মহিলা অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে মালদা থেকে কলকাতায় আনা হয়েছিল নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
West Bengal News: দোকান বিক্রি করায়, তৃণমূলের দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা! রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা। ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -