কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জেলবন্দি জীবন, কিন্তু লক্ষ্য ছিল স্বপ্নপূরণের। ইতিহাসে পিএইচডি করতে চাওয়ার লড়াই নেহাত কম কিছু নয়। গত ২৬ জুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। শুক্রবার প্রকাশিত হয় সফলদের নামের তালিকা। সেখানেই দেখা যায় ইন্টারভিউয়ে প্রথম স্থান অধিকার করে পিএইচডি (PhD) করার সুযোগ পেয়েছেন মাওবাদী নেতা অর্ণব দাম। অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। ১০০ এর মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।


বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউের জন্য, হুগলি সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় তাঁকে নিয়ে আসা হয়েছিল তাঁকে।                                                            


ছোটবেলা থেকেই মেধাবী অর্ণব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করছিলেন। কিন্তু পড়তে পড়তে আচমকাই ক্যাম্পাস থেকে নিরুদ্দেশ হয়ে যান। তারপর ১৯৯৮ সালে সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে ওই সংগঠনে যোগ দিয়েছিলেন তিনি। ২০১০ সালে শিলদা ইএফআর ক্যাম্পে হামলা থেকে শুরু করে একাধিক মাওবাদী হামলায় যুক্ত ছিলেন অর্ণব। অবশেষে ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়ে জেলবন্দি হন তিনি।


আরও পড়ুন, দার্জিলিংয়ে বন্ধ হল জনপ্রিয় দুই পর্যটনস্থল! টয় ট্রেন নিয়েও নেওয়া হল বড় সিদ্ধান্ত


জেলবন্দি হতেই ফের উচ্চশিক্ষায় মন দিয়েছিলেন অর্ণব। জেল থেকেই ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এমনকি কি তিনি সেট পরীক্ষায় বসে তিনি উত্তীর্ণ হন। সেট পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য তিনি সরাসরি ইন্টারভিউতে ডাক পান। চুঁচূড়া সংশোধনাগার কতৃপক্ষ অর্ণবের পিএইচডি (PHD) করার ইচ্ছার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে জানায়। সেই মতো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায় আইন মেনে তিনি পিএইচডি করতেই পারেন। শেষপর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে যান তিনি। আর তাতেই নজরকাড়া ফল করে তাক লাগিয়েছেন জেলবন্দি অর্ণব। যদিও পিএইচডি করার সুযোগ দেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। তবে আদালত সম্মতি দিলেও জেল কতৃপক্ষকে রাজি করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে