বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন (Businessman Shot Dead)। কোলাঘাটে দোকান বন্ধ করে পাঁশকুড়ায় বাড়ি ফেরার সময় হামলা চালানো হয়। ৬ নম্বর জাতীয় সড়কের (National Highway) দেউলবাড়ে স্বর্ণ ব্যবসায়ী সমীর পোড়িয়াকে ঘিরে ধরে গুলি চালানো হয়। তারপর দুষ্কৃতীরা টাকা নিয়ে চম্পট দেয়। কী কারণে খুন ? খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ৩ টি বাইকে করে এসে চড়াও হয় দুষ্কৃতীরা। লুঠপাটের পরে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। স্থানীয় সূত্রে খবর, দোকান বন্ধ করে ব্যাগে বেশ কিছু সোনার অলঙ্কার ও বেশ কিছু টাকা নিয়ে পাঁশকুড়ায় বাড়ির পথে ফেরার সময় জাতীয় সড়কে কয়েকটি বাইকে চেপে এসে ব্যবসায়ীর রাস্তা আটকে দাঁড়ায়। ব্যাগ ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে বাধা দেন ব্যবসায়ী। তিনি চিৎকার শুরু করতেই খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়। মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। যারপর ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।


গুলির আওয়াজ ও এক ব্যক্তির চিৎকার শুনে সেখানে হাজির হয় স্থানীয়রা। এসে দেখেন ওই ব্যবসায়ী লুটিয়ে পড়ে রয়েছেন জাতীয় সড়কে। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা। ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট ও পাঁশকুড়া থানার পুলিশ।


গত কয়েক বছরে রাজ্যে একাধিক সোনার দোকানে হামলা-লুঠপাটের ঘটনা ঘটেছে। কিছুক্ষেত্রে চলেছে গুলি। গিয়েছে প্রাণও।


একঝলকে টাইমলাইন-



  • ২১ অক্টোবর, ২০২৩ : নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতি।

  • ১৭ অক্টোবর, ২০২৩ : আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি।

  • ২৯ সেপ্টেম্বর, ২০২৩ : খড়গপুরে সোনার দোকানে ডাকাতি, বাধা পেয়ে গুলি।

  • ৬ সেপ্টেম্বর, ২০২৩ : উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট।

  • ২৯ অগাস্ট, ২০২৩ :পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতদের হানা।

  • ২৯ অগাস্ট, ২০২৩ : রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতদের হানা।

  • ২৭ জুন, ২০২৩ : মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতি, মালিক আহত, সিভিক ভলান্টিয়ার খুন।

  • ১৯ মে, ২০২৩ : শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানে হামলা, মালিককে গুলি।

  • ২৪ মে, ২০২৩ : ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানে ডাকাতি, মালিক-পুত্রকে গুলি করে খুন।

  • ১৮ মার্চ, ২০১৯ : মুর্শিদাবাদের বেলডাঙায় পিস্তল দেখিয়ে সোনার দোকানে লুঠ।

  • ২৭ জুলাই, ২০১৭ : যোধপুর পার্কে রক্ষীকে মারধর করে সোনার দোকান লুঠ।

  • ৭ এপ্রিল, ২০১৭ : সোনারপুরে সোনার দোকানে মালিককে খুন করে ডাকাতি।

  • ৩১ এপ্রিল, ২০২৩ : শক্তিগড়ে জাতীয় সড়কেই কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন। 


আরও পড়ুন- তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান' বিজেপির, চেয়ার ছোড়াছুড়ি, মারপিট