Cyber Fraud: অনলাইনে এই প্রতারণার  শিকার (Online Shopping Fraud)হতে পারেন আপনিও। সম্প্রতি এরকমই একটি ঘটনার শিকার হয়েছে এক মহিলা। অনলাইনে ৩০০ টাকার লিপস্টিক কিনতে গিয়ে লাখ টাকা খোয়াতে হয়েছে ওই মহিলাকে।  


বিশ্বজুড়ে অনলাইন শপিং প্রতারণার তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম। নবি মুম্বাইয়ে 31 বছর বয়সী মহিলা ডাক্তারের সঙ্গে ঘটেছে এক প্রতারণার ঘটনা। ওই মহিলা একটি ই-কমার্স পোর্টাল থেকে অনলাইনে 300 টাকার লিপস্টিক অর্ডার করেছিলেন। যার জেরে তিনি এক লাখ টাকা প্রতারণার শিকার হন।


২ টাকা পাঠাতে বলা হয়েছিল ওই মহিলাকে 
পুলিশে ওই মহিলা জানান, লিপস্টিক অর্ডার করার কয়েকদিন পর তিনি একটি বার্তা পান। যেখানে বলা হয়, তার লিপস্টিক এসে গেছে। যদি প্রোডাক্ট না পাওয়ায় কোম্পানির হেল্পলাইন নম্বরে ফোন করেন ওই মহিলা। সেখান থেকে তাকে বলা হয়, তার ওর্ডার বন্ধ করা হয়েছে। অর্ডার দিতে চাইলে তাঁকে 2 টাকা পাঠাতে হবে। কিন্তু, মহিলা টাকা পাঠাতে অস্বীকার করেন। 


আশ্বস্ত করেও কেটে নেওয়া হয় বিপুল টাকা
এরপর ডাক্তারের কাছে একটি ওয়েব লিঙ্ক পাঠানো হয়। তাকে এটি ডাউনলোড করতে বলা হয়। পরবর্তীকালে তাদের ঠিকানা এবং ব্যাঙ্কের বিবরণ পূরণ করতে বলা হয়েছিল। তারপর তিনি ভীম ইউপিআই লিঙ্ক তৈরি করার জন্য একটি বার্তাও পান। এরপরই লিপস্টিক পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।


দুই ধাপে ১ লক্ষ টাকা উধাও 
এরপর ৯ নভেম্বর মহিলা চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে প্রথমে ৯৫ হাজার এবং পরে ৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। টাকা কেটে নেওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই সাইবার ক্রাইম শাখায় পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।


অনলাইন পেমেন্টে প্রতারণা এড়ানোর উপায়
অনলাইন শপিং এখন প্রায় প্রতিটি বাড়িতে প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। অতএব, আপনি যাতে নিরাপদে অনলাইনে লেনদেন জালিয়াতি এড়াতে পারে সেদিকে নজর দিন। 
১ এর জন্য শুধুমাত্র একটি নামী ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন। 
২ এ ছাড়া সবসময় শক্তিশালী পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। 
৩ সবসময় সন্দেহজনক প্রলোভন বা কেউ সহজে টাকা বা অফার দিলে তা প্রত্যাখ্যান করুন।
৪ যদি কেউ আপনার প্যান কার্ড বা ক্রেডিট কার্ড নম্বর জিজ্ঞাসা করে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করুন। 
৫ আপনার অ্যাকাউন্ট বন্ধ করার মতো হুমকিতে মনোযোগ দেবেন না। 
৬ টাকা পাঠানোর জন্য সর্বদা একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করুন। 
৭ এছাড়াও নিয়মিত ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চেক করুন।


Cyber Fraud: বাজারে এবার 'পিগ বুচারিং', বাঁচবেন কীভাবে ?