ঋত্বিক প্রধান,কাঁথি, পূর্ব মেদিনীপুর: তৃণমূল কাউন্সিলরের স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন (murder) করার প্ল্যানিং? ভাইরাল অডিও ক্লিপ। অভিযুক্ত কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। অডিও ক্লিপটিতে শোনা গিয়েছে এক মহিলার সঙ্গে এক ব্যক্তি ওই নেতাকে 'শেষ' করে দেওয়ার কথা বলছে। অভিযোগ, দিলীপ চৌহান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। শুধু তাই নয় অডিও ক্লিপে শোনা যাচ্ছে মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি সহ চারজন যাতে পুরভোটে টিকিট না পায় তার জন্য যত অর্থের প্রয়োজন তা দিতে রাজি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আরও বলা হচ্ছে পুরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী যাতে তাঁর বশে থাকেন সে ব্যবস্থাও করতে। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের (east medinipur) কাঁথিতে।


গোটা অডিও ক্লিপে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই দিলীপ চৌহানের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার (state government)।  


এই অডিও ক্লিপ (audio clip) ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে তৃণমূলের নেতৃত্ব। শোরগোল পড়েছে পুলিশ-প্রশাসনের অন্দরেও। যে নেতাকে 'শেষ' করে দেওয়ার কথা শোনা যাচ্ছে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্যের স্বামী খোকন চক্রবর্তী। তিনি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কথা জানিয়েছেন শহর তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ নায়ক এবং আরও এক কাউন্সিলর শেখ সাবুল। গোটা বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন সকলে। টিকিট না পাওয়ার কথা কাকে বলা হচ্ছে, ফোনের অপরপ্রান্তের ওই মহিলা কে? এর পিছনে কে রয়েছেন? সব কিছু তদন্ত করে বের করার দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। এলাকায় উত্তেজনা তৈরি করতেই এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 


আরও পড়ুন: দোলের রাতে বাঘের দেখা