ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: 'পাগল' শিয়ালের আতঙ্কে গৃহবন্দী এলাকাবাসী। বন দফতরে জানানো হলেও এই ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি, এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়। 


 


এই চিত্র পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কসবা এগরা অঞ্চলে। পাগল শিয়ালের কামড়ে আক্রান্ত ব্যাক্তি এবং এলাকাবাসীরা জানান, গতকাল সকাল ১১টা নাগাদ স্নান করার জন্য ট্যাপে জল আনার সময় পিছন থেকে এসে কামড় দেয় একটি শেয়াল। তবে কেবল মানুষ নয়। বাড়ির একটি পোষা কুকুরকেও কামড় দেয়। রাতের বেলা বহু মানুষ, কুকুর, ছাগল, গরুকে কমড়েছে এই পাগল শেয়াল। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি।


আরও পড়ুন, 'উনি থাকলে তৃণমূলের দরকার হবে না', তথাগতকে নিশানা দিলীপের



জানা গিয়েছে, অনেকে চিকিৎসাধীন রয়েছে এগরা সুপার হাসপাতালে। ঘর থেকে বেরোনো সময় হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে এবং ঘরের ছেলে মেয়েদের পাগল শেয়ালের হাত থেকে খুব সাবধানে রাখতে হয়েছে। যেকোন মূহুর্তে কামড় দিতে পারে, এই আশংকায় রয়েছে। এগরা সুপার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন অনেকেই।                                                      


স্থানীয় এলাকাবাসীরা বলেন,  "আমরা চাইছি এই পাগল শিয়ালের একটি প্রতিক্রিয়া হোক আমরা সুষ্টু ভাবে ঘর থেকে বেরোতে পারি।" এগরা ১নং ব্লকের প্রধান বলেন, "আমার প্যাডে সবাইকে জানাবো এবং ইতিমধ্যেই এই শেয়ালটিকে ধরে যাতে কিছু চিকিৎসা করা যায়। সেই ব্যবস্থা করা যাতে যায়  তার আবেদন জানিয়ছি। এই পাগল শেয়াল এলাকা তান্ডব চালাচ্ছে, তার ব্যবস্থা নিতে হবে।"