বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দিদি কাপের পালটা এবার মোদি কাপ। তৃণমূলের (TMC) ক্রিকেট বনাম বিজেপির (BJP) ফুটবল টুর্নামেন্ট ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রাজনীতি। একদল ধর্ম নিয়ে রাজনীতি করে, আরেক দল খেলা নিয়ে, তৃণমূল (TMC) ও বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ শানিয়েছে সিপিএম (CPM)।
সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি: লোকসভা ভোটের (Loksabha Election) আগে 'দিদি কাপ' বনাম 'মোদি কাপ'-এর লড়াই ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রাজনীতি। ৫ জানুয়ারি, কাঁথিতে (Contai) একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল যুব তৃণমূল (TMC)। যার নাম দেওয়া হয়েছিল 'দিদি কাপ'। সূত্রের খবর, এবার তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় 'মোদি কাপ'-নাম দিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। যার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির যুব মোর্চাকে।
যদিও, বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার তিনদিন পর বিশ্ব ভোটার দিবস উপলক্ষে দলের একাধিক কর্মসূচি রয়েছে। সেগুলি শেষের পর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে নজর কেড়েছিল তৃণমূলের খেলা হবে স্লোগান।
তৃণমূল-বিজেপি বাগ্যুদ্ধ: এবার চব্বিশের লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে সেই খেলা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাগ্যুদ্ধ। পূর্ব মেদিনীপুরে 'দিদি কাপ' বনাম 'মোদি কাপ'। পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্র। কাঁথি ও তমলুক। কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী আর তমলুকের সাংসদ শুভেনদু অধিকারীর ভাই, দিব্যেন্দু অধিকারী। আবার বিধানসভা কেন্দ্রের নিরিখে তমলুকে ৪টি তৃণমূলের দখলে, ৩টিতে ক্ষমতায় বিজেপি। তার মধ্যে রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভাও, যেখানে প্রার্থী ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। কাঁথিতে আবার ৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে, ৩টি তৃণমূলের। এবার লোকসভা ভোটে কী হয়, সেটাই দেখার।
আরও পড়ুন: Howrah News: দূষণের দোসর যত্রতত্র নির্মাণ, সাঁতরাগাছি ঝিল থেকে কি মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখিরা?