ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রবল বৃষ্টিতে বিপত্তি। ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল ও পুলটনের একাংশ ডুবে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার বোগা-রসলপুর ফেরিঘাটে বন্ধ (Ferry Service Disruption) ফেরি চলাচল।
বন্ধ ফেরি চলাচল: গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় পুলটনের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটের পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভেসেলটিতে টান পড়ে। তাতে জল ঢুকে ভেসলের একাংশও জলে ডুবে যায়। ফেরিঘাটের গ্যাংওয়ে, পুলটন সহ একাধিক সমস্যা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যদিও ইতিমধ্যে গ্যাংওয়ে পুলটন মেরামত ও নতুন করে তৈরির টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ ডুবে গিয়ে বিপত্তি।
পূর্বাভাস মতোই গতকাল বিকেলের পর একাধিক জেলায় ঝেঁপে নামে বৃষ্টি। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়াও। ওই প্রবল ঝড় বৃষ্টিতেই বিপত্তি ঘটে বোগা-রসলপুর ফেরিঘাটে। যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গতকালের মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওড়িশা থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার প্রভাবেই চৈত্রের শুরুতে এই বৃষ্টি। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বৃষ্টির জেরে আগামী কয়েকদিন পারদ সামান্য নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।