কলকাতা: ভোট ঘোষণার পর প্রথম রবিবারের সকাল। ছুটির সকালে অন্যরকম ব্যস্ততার ছবি। জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটপ্রচার (Lok Sabha Elections 2024)। ময়দানে বিজেপি, তৃণমূল সহ সিপিএমের প্রার্থীরা।


প্রচার শুরু বিজেপির: গতকালই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। আজ থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা। রবিবার সকালে বালুরঘাটের বড়বাজার এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।হরিবাসর মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রসাদও বিলি করেন তিনি। ২৫ মে, ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুটি লোকসভা আসনে ভোট। প্রচারের জন্য হাতে অনেকটা সময় রয়েছে। বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রবিবার সকালে বাঁকুড়া শহরের ধলডাঙা এলাকায় দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে চায়ে-পে-চর্চা সেরে পাইকারি সবজি বাজারে গিয়ে জনসংযোগ সারেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের গত ৫ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ডও বিলি করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার।


প্রচারের ময়দানে তৃণমূল: এদিন সকালে বেলেঘাটা এলাকায় জনসংযোগ সারলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুভাষ সরোবরে গিয়ে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে হাঁটার ভোটের প্রচার করেন তৃণমূলের গতবারের সাংসদ। অন্যদিকে, বাঁকুড়া শহরের ভৈরবস্থানের মন্দিরে পুজো সেরে
প্রচারে নামলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তালডাংরার বিধায়ককেই এবার লোকসভার টিকিট দিয়েছে তৃণমূল। এদিন চায়ের আসরে জনসংযোগ সারেন অরূপ চক্রবর্তী। 


রবিবাসরীয় সকালে প্রচারে পিছিয়ে নেই বামেরাও। লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে বামেদের নতুন মুখ সৃজন ভট্টাচার্য। আজ সকালে সোনারপুর দক্ষিণ বিধানসভার জগদীশপুর থেকে হেঁটে প্রচার শুরু করেন প্রাক্তন ছাত্র নেতা। হাত মেলালেন পথচলতি মানুষের সঙ্গে। কখনও চায়ের দোকানে আড্ডা, আবার কখন ও বাজারে ঢুকে প্রচার করলেন সৃজন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার সিপিএমের নতুন মুখ দেবরাজ বর্মন। DYFI-এর জেলা কমিটির সদস্যকেই এবার প্রার্থী করেছে বামেরা। রবিবার সকালে জলপাইগুড়ি শহরের গড়ালবাড়ি এলাকা থেকে প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী। এরপর বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় নজির, শায়েরির মোড়কে সচেতনতার বার্তা মুখ্য় নির্বাচন কমিশনারের