বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জেলা সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, কেউ সম্মান পান না দলে। ধরাকে সরা জ্ঞান করছেন বিজেপির উপপ্রধানদের একাংশ। দলের কর্মীদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ময়নার বিজেপি বিধায়ক। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।
দলের কর্মীদের বিরুদ্ধেই ক্ষোভ: দলীয় বৈঠকের মঞ্চ থেকে এবার প্রকাশ্যে কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক। লোকসভা ভোটে রাজ্যে আসন কমেছে বিজেপির। ৪২-এর মধ্যে আসন সংখ্যা ১৮ থেকে কমে ১২-তে নেমে এসেছে। তবে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুই কেন্দ্রই দখল করেছে গেরুয়া শিবির। বিধানসভাভিত্তিক ফলের নিরিখেও ওই জেলার ১৬টির মধ্যে ১৫টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। ময়নাতেও এগিয়ে আছে বিজেপি। কিন্তু সেখানকার বিজেপি বিধায়কই এবার সংগঠন ক্ষোভ প্রকাশ করলেন। দিলেন কড়াবার্তাও।
কী বললেন ময়নার বিজেপি বিধায়ক?
অশোক দিন্দা বলেন, "সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু উপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না এখানে। এখানে বিধায়ককে কেউ সম্মান করে না। কেউ পাত্তাই দেয় না। আমিই সব। এখন আমি পদ পেয়েছি। যতদিন আমার সাংগঠনিক পদ আছে, আমি লাঠি ঘোরাব। এটা করলে চলবে না। সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আমি মনে করি এই রাজ্যে, এই জেলাতে সেটা হচ্ছে না। কিছু প্রধান, আমার কাছে একদম তথ্য দিয়ে রিপোর্ট আছে, তথ্য দিয়ে, বিজেপি প্রধান, তারা ধরাকে সরা জ্ঞান করে বসেছে।''
তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে শুদ্ধিকরণের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই বার্তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। তবে এবার বিজেপি বিধায়কও সেই একই সুরে দলের কর্মীদের সতর্ক করলেন।
এদিকে তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি হল তৃণমূলের পঞ্চায়েত, লোকসভা ভোটে জয়ী হলেও সমবায় নির্বাচনে হার বিজেপির। নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৮টি আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তমলুক জিতলেও নিমতৌড়ি সমবায় ভোটে একটিও আসন পেল না বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BJP MLA: 'আমি একশো ভাগ সমর্থন করি' রাজ্য ভাগের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের