বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পর্যাপ্ত সংখ্যক পুলিশ না থাকার কারণে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে স্থগিত হয়ে গেল সমবায় সমিতির নির্বাচন। এর প্রতিবাদে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কবে সমবায় সমিতির ভোটের দিনক্ষণ নতুন করে ঘোষণা করা হয় সেদিকেই নজর সব মহলের। (Nandigram Cooperative Election)
পর্যাপ্ত পুলিশ নেই বলে জানিয়ে নন্দীগ্রামে স্থগিত হয়ে গেল সমবায় সমিতির নির্বাচন। নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্ত গৃহীত হল, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আসাদতলিয়া নরসিংহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার বরুণ মান্না বলেন, "সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। আজ ইমেল মারফত জানা গেল ভোট স্থগিত।" (East Midnapore News)
সম্প্রতি তমলুকে সমবায় সমিতির ভোট ঘিরে চরম উত্তেজনার মাঝে এক তৃণমূল কর্মী খুন হন। এর পর কাঁথি সমবায় ব্য়াঙ্কের ভোটে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। সেই প্রেক্ষাপটে রবিবার আসাদতলিয়া নরসিংহ পুর সমবায় সমিতির ৬৯টি আসনে ভোট ছিল। কিন্তু শনিবার ভোটের অ্য়াসিস্টান্ট রিটার্নিং অফিসারকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক চিঠি লিখে জানান, এলাকার আইন-শৃঙ্খলা এবং বছর শেষের উৎসবের বাড়তি নিরাপত্তা নিয়ে বেশিরভাগ পুলিশকর্মী ব্যস্ত। তাই দাবি মতো পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়।
এই চিঠি পাওয়ার পরই সমবায় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পথ অবরোধও করা হয়। নন্দীগ্রামে বিজেপি-র মণ্ডল সভাপতি সৌমিত্র দে বলেন, "যেখানে তৃণমূল হারবে, সেখানেই ভোট বাতিল। ফের হাইকোর্টের অনুমতি নিয়ে ভোট করতে হবে। ২৪ ঘণ্টা আগেই ভোট বাতিল। বলছে, পর্যাপ্ত পুলিশ-প্রশাসন নেই।"
সমবায় সমিতির নির্বাচন বাতিল হওয়া নিয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি শেখ সুফিয়ান বলেন, "গোটাটাই প্রশাসনিক বিষয়। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।" এখন কবে এই সমবায় সমিতির ভোটের দিনক্ষণ নতুন করে ঘোষণা করা হয়, সেদিকেই নজর সব মহলের।
নন্দীগ্রামের দেবীপুর দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল। মোট ১২টি আসনে ভোটগ্রহণের কথা ছিল। সেই মতো জমা পড়েছিল মনোনয়নপত্রও। এই সমবায়ের বয়স নয় নয় করে ৫০ বছর। এতদিন মনোনীত সদস্যরাই যাবতীয় দায়িত্ব সামলে এসেছেন। এবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছিল, যা স্থগিত হয়ে গেল শেষ মুহূর্তে।