বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরঃ আরও বিপাকে এবার পাঁশকুড়ার (East Midnapore  Panskura) তৃণমূল নেতা আনিসুর রহমান (TMC Leader)।  পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ের মধ্যে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি তথা পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা। সেই মামলায় রাজ্য সরকারের তরফে কুরবান শা হত্যা মামলা প্রত্যাহার করার আবেদন করা হলেও,  তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। ফলে জেলমুক্তির এখনই কোনও সম্ভাবনা নেই আনিসুরের।


পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ের মধ্যে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি


২০১৯ সালের ৭ অক্টোবর পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ের মধ্যে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি তথা পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা।কুরবান শা হত্যা মামলায় তৎকালীন বিজেপি নেতা আনিসুর রহমান সহ আটজনকে গ্রেফতার করে কুরবান হত্যাকাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট।পূর্ব মেদিনীপুরের তিন নম্বর অতিরক্ত জেলা ও দায়রা আদালতে কুরবান হত্যা মামলার বিচার প্রক্রিয়া চলছে। গতবছর ১৮ জানুয়ারি তেখালির জনসভা থেকে আনিসুরকে কার্যত ক্লিনচিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আনিসুরের তৃণমূলে যোগ দেওয়া ও জামিন নিয়ে জোর গুঞ্জন শুরু হয় জেলা জুড়ে।


  মামলা তুলে নেওয়ার সরকারি ইচ্ছার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের দাদা


আরও পড়ুন, অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়


পরবর্তীকালে ফৌজদারি কার্যবিধির ৩২১ নম্বর ধারা অনুসারে কুরবান শা হত্যা মামলা তুলে নেওয়ার পক্রিয়াও শুরু হয়। এমনকি তমলুক জেলা আদালতের নির্দেশে জামিন পেয়ে জেল থেকে মুক্ত হয়ে গেলেও সেদিনই কয়েক ঘন্টার মাঝেই ফের হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হতে হয় আনিশুরকে। পরবর্তীকালে খুনের অভিযোগের মত অপরাধ থেকে মামলা তুলে নেওয়ার সরকারি ইচ্ছার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবানের দাদা আফজল শাহ।কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের মামলা তোলার আর্জি খারিজ করে  দেন বিচারক।