বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তালিকায় নাম উঠছে তাঁদের। এদিকে কাঁচাবাড়ির মালিকরা থেকে যাচ্ছেন সেই এক তিমিরেই। বারবার নাম জড়াচ্ছে শাসক নেতাদের। ঠিক এমনই এক সময়ে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে। 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি !
'আবাস' দুর্নীতির মাঝে উলটপুরাণ
এ যেনও উলটপুরাণ। আবাস যোজনা তালিকায় নাম থাকলেও বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিডিওকে চিঠি দিলেন পাঁশকুড়ার তৃণমূলের বুথ সভাপতি তথা প্রাক্তন উপ-প্রধান শক্তিপদ মান্না। শাসকদলের তরফে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও, 'জনরোষের ভয়ে তৃণমূল নেতার এই সিদ্ধান্ত', খোঁচা বিজেপির।
কে এই TMC বুথ সভাপতি ?
রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে যখন একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তার মাঝেই এবার বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা নস্করদীঘি গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না। ২০১৩ -২০১৮ পর্যন্ত তিনি সামলেছেন উপ-প্রধানের দায়িত্ব।বর্তমানে তিনি নস্করদীঘি বুথের তৃণমূলের বুথ সভাপতি। বাড়ি ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব ও পাঁশকুড়া ব্লকের বিডিওকে জানিয়েছেন বাড়ি না নেওয়ার কথা।
'চাই না দলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আসুক..'
শক্তি মান্না বলেন, 'ছেলের উপার্জনের টাকায় তৈরি হচ্ছে বাড়ি। তাই আর নতুন করে তার বাড়ির কোনও প্রয়োজন নেই। আমি চাইছি প্রকৃত যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই পাক বাড়ি।' তিনি আরও দাবি করেন,'যে হারে বিরোধীরা আবাস যোজনাকে নিয়ে এবং বিভিন্ন সময়ে দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলছেন, তাই আমি চাই না আর নতুন করে কোনও অভিযোগ আসুক দলের বিরুদ্ধে। আর এই বাড়ি নিয়ে আমি কালিমালিপ্ত হতে চাই না।' আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে মাতলেন রচনা, বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী পালন হুগলির সাংসদের
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কী প্রতিক্রিয়া বিজেপির ?
বিজেপির দাবি,'এরা দীর্ঘদিন ধরে এত পরিমাণে কাটমানি নিয়েছেন যে, নতুন করে আর কাটমানি নেবেন না।তবে সাধারণ মানুষের জনরোষে পড়তে পারে তাই লোক দেখানো নাটক করছে।' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন,'শক্তিপদবাবুর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এইরকম ভাবে প্রতিটি মানুষ যদি শক্তিবাবুর মত এগিয়ে আসেন, তাহলে প্রকৃত প্রাপকরা বাড়ি পাবেন। দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে বিজেপি।তবে বিজেপির মুখে এই কাটমনির অভিযোগ মানায় না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।