পূর্ব মেদিনীপুর: বিজেপি নেতা-কর্মীদের (BJP Worker) সঙ্গে নিয়ে কাঁথির নাচিন্দা মন্দিরে পুজো দিতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বাংলা-সহ গোটা দেশ যাতে ভাল থাকে, তার প্রার্থনা করলাম, পুজো দিয়ে বললেন স্মৃতি ইরানি। পুজো দেওয়ার পরে কাঁথির ক্যানাল পাড়ে চা দোকানে বসে খেলেন চা-মুড়ি। গেলেন মিষ্টির দোকানে (Sweets Shop)। 


উল্লেখ্য, এর আগে একাধিকবার রাজ্য সফরে এসে 'কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি (Corruption)', নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, ‘বাংলার গ্রামে স্থানীয় প্রশাসন মানুষের সমস্যার সমাধানে নজর দেয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ কেন্দ্রের প্রকল্পের (Central Govt Project) সুবিধা পায় না গ্রামের মানুষ। কেন্দ্রের প্রকল্প নিয়ে ভেদাভেদের রাজনীতি বন্ধ হোক। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পক্ষপাত না করে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো উচিত।' প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে, এখনও অবধি একাধিকজায়গায় আবাস দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলাও। সমীক্ষার পর আবাস যোজনার তালিকা  থেকে  বাদ পড়েছে প্রায় অর্ধেকের নাম , প্রতিবাদে গ্রাম সংসদের সভায় সাড়ে চার ঘন্টা ধরে আটকে রাখা হয় বিডিও-কে (BDO)। আবাস যোজনায় আসা নামের তালিকা থেকে সমীক্ষায় বাদ পড়েছে প্রায় অর্ধেক উপভোক্তার নাম । সমীক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এবং তার জেরেই বাদ পড়েছে সঠিক উপভোক্তাদের নাম  এই অভিযোগ তুলে আজ বিডিও কে গ্রামে সাড়ে চার ঘন্টা ধরে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামের বড়কুড়া গ্রামে।


আরও পড়ুন, বিজেপি বিধায়ক, সাংসদকে দেখলে জুতোপেটার হুঁশিয়ারি, ফের রাজনীতিতে কু-কথার স্রোত 


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতে বারোশোটিরও বেশি পরিবারের  নাম ছিল। প্রাথমিক সমীক্ষার পর সেই তালিকায় বাদ দেওয়া হয়েছে ৬০০ জনেরও বেশি উপভোক্তার নাম। স্থানীয়দের দাবি, সমীক্ষার পর দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নিজস্ব পাকা বাড়ি থাকলেও তাঁর নাম রয়ে গেছে তালিকায় । অথচ যাদের নাম বাদ পড়েছে তাঁদের একটা বড় অংশের পাকা বাড়ি তো দূরের কথা, ভাঙ্গা মাটির বাড়িতেই তাঁদের দিন যাপন করতে হয় । আজ বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামে গ্রাম সংসদের সভা করতে যান বড়জোড়ার বিডিও । সেই সময় স্থানীয় বাসিন্দারা আবাস যোজনার তালিকায় ও সমীক্ষায়  রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে বিডিওকে গ্রামে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের ঘেরাওয়ের জেরে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে গ্রামেই আটকে থাকেন বিডিও । পরে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গিয়ে বিডিওকে ঘেরাও মুক্ত করে । স্থানীয়দের দাবি, আবাস যোজনার সম্প্রতি হয়ে যাওয়া সমীক্ষা বাতিল করে নতুন করে সমীক্ষা করে উপভোক্তা নির্বাচন করা হোক। বিডিওর বক্তব্য যে তালিকা এসেছে, তা প্রাথমিক তালিকা। আবাস যোজনার তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের দফতরে অভিযোগ জমা করতে পারেন। অভিযোগ খতিয়ে দেখা হবে।