পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় (Panskura Blast) বাজি ফেটে ২জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২ জন। পাঁশকুড়ায় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তের ২ ছেলে গ্রেফতার হয়েছে। পশ্চিম চিল্কা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার ২ ছেলে। মঙ্গলবার পাঁশকুড়ায় বিস্ফোরণ, ৩ দিন পরে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের রেলিং, গাছের ডালে দেহাংশ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির সামনে বসার স্ল্যাব চুরমার, মেঝেতে ফাটল। বেআইনি বাজি কারখানায় ওই বিস্ফোরণে নাবালক-সহ ২ জনের মৃত্যু হয়।


কালীপুজোর আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। আহত হলেন বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির সামনের অংশ। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ছাদের রেলিং-এর একাংশ। গাছের ডালে ঝুলছে ছিন্নভিন্ন দেহাংশ! চওড়া ফাটল ধরেছে বাড়ির সামনের অংশে। চুরমার হয়ে গেছে বাড়ির সামনের বসার স্ল্যাব। ফাটল ধরেছে কংক্রিটের মেঝেতেও। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে বাজি তৈরির সরঞ্জাম। কালীপুজোর আগে হাতে আর মেরেকেটে ১০-১২ দিন। তার আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। আহত হলেন বেশ কয়েকজন। 


ঘড়িতে তখন সকাল ১০টা ছুঁইছুঁই। আচমকাই কেঁপে ওঠে পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামের এই এলাকা। স্থানীয় সূত্রে খবর, গৃহকর্তী বাড়ির সামনে বাজি শুকোতে দেওয়ার সময় বিস্ফোরণে ঘটে। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে বাজি তৈরি করা হত এখানে।সাধুয়াপোতার বাসিন্দা কেনারাম মান্নার কথায়,বিস্ফোরণের সময় বাড়িতে ছিলাম। ১০-১২ জন মহিলা ছিল। তখন খেতে গেছিল। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক শ্রীকান্ত ভক্তার স্ত্রী স্বর্ণময়ী ভক্তার। মৃত্যু হয়েছে এক নাবালকের। আহতদের ভর্তি করা হয়েছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


আরও পড়ুন, ৪৫ বছরেই সব শেষ, দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর


খবর পেয়ে ঘটনাস্থলে যান তমলুকের এসডিপিও, পাঁশকুড়ার বিডিও, আইসি-সহ অন্যান্যরা। ঘটনাস্থলে আসে দমকলও। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২। রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাংলাকে বদনাম করতে একাধিক বহিরাগত ঢুকিয়ে দিয়ে এই সব করছে কিনা সেটাও তদন্তে দেখতে হবে।' বেশ কয়েক বস্তা বাজি ও বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।