কাঁথি: তৃণমূলের গোষ্ঠীবিবাদের জেরে কাঁথির ফুলেশ্বর গ্রামে চলল তাণ্ডব। ১০টি বাড়ি, ২টি গাড়ি ও ৪টি মোটরবাইক ভাঙচুর করা হয়। বাড়িতে লুঠপাটও চলে বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তৃণমূলের কোন্দল। কটাক্ষ বিজেপির।
ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। পড়ে রয়েছে প্রচুর ইটের টুকরো। ভাঙচুর চালানো হয়েছে দোকান ঘরে হামলার হাত থেকে রেহাই পায়নি গাড়ি, মোটরবাইক। তৃণমূলের অন্দরের বিবাদের জেরে, কাঁথির ফুলেশ্বর গ্রামে রাতভর চলল তাণ্ডব।
কিন্তু কী কারণে অশান্তি? তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি, অরূপকুমার মাইতির অভিযোগ, শনিবার ব্য়ক্তিগত একটি কাজে বিডিও অফিসে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর ওপর হামলা চালায়, সার্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ার স্বামী, তরুণসখা মাইতি ও তাঁর অনুগামীরা।
মারধরে, নাক ফেটে যায়, ফুলেশ্বরের বুথ সভাপতির। অভিযোগ অস্বীকার করে, পাল্টা বুথ সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন, পঞ্চায়েত সদস্য়ার স্বামী। মারধরের এই ঘটনার পরই, গ্রামে তাণ্ডব চালায়, দুই তৃণমূল নেতার অনুগামীরা। ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চলে ২টি গাড়ি ও ৪টি মোটরবাইকে। এদিকে, এই ঘটনার জেরে, এলাকায় উত্তেজনা থাকায়, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
হাওড়ার ডোমজুড়ের মাকড়দহে তৃণমূলের কর্মিসভায় হাতাহাতি। হাওড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগে ক্ষোভ। জগৎবল্লভপুরের তৃণমূলের ব্লক সভাপতি-ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
এরপরই দু'পক্ষের মধ্যে বচসা-হাতাহাতি। জখম উভয়পক্ষের দুই তৃণমূল কর্মী।
কামারহাটিতে এক তৃণমূলকর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন আক্রান্তের স্ত্রী। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের কাউন্সিলর। অন্যদিকে তৃণমূলকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
নতুন ব্লক কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যেন থামছেই না। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের তুফানগঞ্জে ফের সামনে এসে পড়ল দলের কোন্দল। কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার খোদ তৃণমূলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ।
ফুলবাড়ি, রুইডাঙা, প্রেমেরডাঙা, লতাপোতার পর এবার কোচবিহারের তুফানগঞ্জ। তৃণমূলের নতুন কমিটি ঘিরে ফের অসন্তোষ প্রকাশ করলেন দলেরই একাংশ নেতা-কর্মী। সামনে এসে পড়ল আদি-নব্যের দ্বন্দ্ব।
রীতিমতো বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিলেন তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। সম্প্রতি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি করা হয় সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া চৈতী বর্মন বড়ুয়াকে। দলের একাংশ নেতা-কর্মীদের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেন।
শনিবার, শালবাড়িতে বৈঠক করে, ব্লক কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।