দোহা: বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল। গ্রুপ পর্বে দাপট দেখাচ্ছিল ব্রাজিল (Brazil Football Team)। রিচার্লিসনের গোল নিয়ে হইচই পড়ে গিয়েছিল। অথচ কোয়ার্টার ফাইনালেই স্বপ্নভঙ্গ। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি সমর্থকদের হৃদয় ভেঙে।


বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই আলোচনা শুরু হওয়া গিয়েছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। কোচের পদ ছেড়েছেন তিতে। তাঁর জায়গায় কে? নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের ভবিষ্যৎ কী?


২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো, রবার্তো কার্লোসরা। তারপর থেকে আর সোনালি ট্রফি আসেনি। এবারও শেষ আট থেকে বিদায় নেওয়ার পর এক ঝাঁক পরিবর্তন হতে পারে।


সবচেয়ে বড় প্রশ্ন, তিতের পর দায়িত্ব নেবেন কে?


নভেম্বরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফ্রান্সিসকো নোভেলেতো জানিয়েছিলেন যে, ব্রাজিল বিশ্বকাপ জিতলে তিনি তিতেকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করবেন। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। তিতের সঙ্গেই বিদায় নেওয়ার কথা তাঁর পুত্র মাথাউস ও সহকারী কোচ ক্লেবের হাভিয়ারের। দুজনই কোচিং টিমের সদস্য ছিলেন। তিতের পরিবর্ত হিসাবে শোনা যাচ্ছে পামেইরাসের কোচ আবেল ফেরেইরা, ফ্লুমিনিজের কোচ ফার্নান্দো দিনিজ, ইন্টারন্যাশিওনালের কোচ মানো মেনেজেস ও দোরিভাল জুনিয়রের নাম।


ব্রাজিল ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট এদনাল্ডো রদ্রিগেস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বলেছিলেন, 'বিশ্বকাপের পর এ নিয়ে সিদ্ধান্ত নেব। তবে পরবর্তী কোচ দেশেরই কাউকে হতে হবে সেরকম ব্যাপার নয়।' সূত্রের খবর, দীর্ঘকালীন মেয়াদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।


মিলিতাও, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসনের মতো তারুণদের ধরেই ভবিষ্যতের দল ভাবা হচ্ছে। ক্যাসেমিরোও হয়তো দলে থাকবেন। তাঁর বয়স ৩০ বছর।


তবে থিয়াগো সিলভা ও দানি আলভেসের ভবিষ্যৎ অনিশ্চিত। থিয়াগো সিলভা বলেই দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন না। তবে পরবর্তী কোপা আমেরিকায় খেলতেই পারেন। দানি আলভেস অবশ্য কোনও ইঙ্গিতই দেননি। বিশ্বকাপ থেকে বিদায় নেওযার পর শুধু বলেছেন, 'আমার ভবিষ্যৎ? কষ্ট পাওয়া।'


তবে সবচেয়ে বেশি জল্পনা নেমারকে নিয়ে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সরে দাঁড়ানোর কথা ভাবছেন নেমার। তিনি নিজে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, 'আমি যদি বলি এটাই শেষ, তাহলে বলব তাড়াহুড়ো করে ফেলছি। তবে কোনও কিছু নিয়েই নিশ্চয়তা দিচ্ছি না।'


সব মিলিয়ে ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে।


আরও পড়ুন: দল হারলেও, রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় আক্ষেপ নেই পর্তুগিজ কোচের