ঋত্বিক প্রধান, কাঁথি (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কাঁথিতে সমবায় সমিতির (Contai Co-operative Election)  নির্বাচনে বাম-তৃণমূলের জোট (Left-TMC)। ভোটের পর একসঙ্গে কমিটি গঠন করল যুযুধান দুই দল। সমবায় সমিতিকে বাঁচাতেই স্থানীয় স্তরে এই ঘটনা। একযোগে দাবি সিপিএম ও তৃণমূলের। কটাক্ষ করেছে বিজেপি।


রাজ্যে পুরভোটের আবহে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বাম ও তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতে উল্টো ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।বামেদের সঙ্গে হাত মিলিয়ে সমবায় সমিতির পরিচালন কমিটি গঠন করল তৃণমূল। 


কাঁথির শতাব্দী প্রাচীন নাচিন্দা-ভাইটগড় সমবায় সমিতির ভোট হয় শনিবার। এখানে মোট আসন রয়েছে ৪৫টি। ভোটের পর দেখা যায় তৃণমূল ২৩টি ও বামেরা ২২টিতে জয়লাভ করেছে। এর পরই দু’দল মিলে কমিটি গঠন করে। পরিচালন কমিটির সভাপতি তৃণমূলের থেকে করা হলেও সহ সম্পাদক হয়েছেন বামেদের থেকে। 


রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোটের মুখে নজিরবিহীনভাবে সমবায় সমিতিতে বামেদের সঙ্গে কমিটি গঠন করায় তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা জানিয়েছেন, ভোটে লড়াই করে আমরা হেরেছি। কিন্তু তাই বলে ক্ষমতার লোভে ভিন্ন মতাদর্শের হাত ধরিনি। 
বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে বামদল  ওতৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে সিপিএমের  জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেছেন,  তৃণমূল-বাম জোটের কথাটা ঠিক নয়। সমিতির উন্নয়ন অগ্রাধিকার। তাই এমনটা করা হয়েছে।


কাঁথি নাচিন্দা-ভাইটগড় সমবায় সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অমৃতাংশু প্রধান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানে দল বড় কথা নয়। সমবায়ের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে । 


সমবায় সমিতির মতো নিচুস্তরে ভোটের পর বাম-তৃণমূল একসঙ্গে কমিটি গঠনের প্রভাব কি পড়বে কাঁথির পুরভোটে? উত্তর মিলবে পুরভোটের ফলপ্রকাশের পরে।


কাঁথি পুরসভা অধিকারী পরিবারের গড় বলে পরিচিত। আগের নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করেছিল। তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। আসন্ন পুরনির্বাচনে তৃণমূলই জেতে, নাকি অধিকারী পরিবারের গড় অটুট থাকে তা এখন দেখার।