বিটন চক্রবর্তী, (তমলুক) পূর্ব মেদিনীপুর: আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক পুরভোটে ( Tamluk Mucipal Election) গতবারের ৬১ জন প্রার্থীর (Candidates) নাম বাতিল (Rejection)। রাজনৈতিক স্বার্থে তাঁদের প্রার্থীদের নাম বাতিল করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের। মানতে নারাজ তৃণমূল (TMC)। ভিত্তিহীন অভিযোগ, জানিয়েছেন জেলাশাসক।


গত পুরভোটে যে সমস্ত প্রার্থীরা আয় ব্যয়ের হিসেব দেননি, এবার সেই খতিয়ান না দিলে তাঁরা প্রার্থী হতে পারবেন না। এই মর্মে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। পুরভোটের মুখে পশ্চিম মেদিনীপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজনৈতিক স্বার্থে বেছে বেছে প্রার্থী বাতিলের অভিযোগ উঠল। 


২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার সঙ্গেই ভোট হবে তমলুক পুরসভাতেও। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার তমলুক পুরভোটে লড়তে পারবেন না গতবারের ৬১ জন প্রার্থী। বাতিল তালিকায় বাম, বিজেপি, কংগ্রেস ও একাধিক নির্দল প্রার্থীর নাম থাকলেও নাম নেই কোনও তৃণমূল প্রার্থীর। এতেই রাজনৈতিক যোগসাজশের অভিযোগ তুলেছে বিরোধীরা। 


আয়-ব্যয়ের হিসেব না দেওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তমলুকের মহকুমা শাসক তথা তমলুক পুরসভার রিটার্নি অফিসার সৌভিক ভট্টাচার্য বলেছেন, ৬১ জনের কেউই ২০১৫-এর পুরভোটের তাদের দৈনন্দিন ভোটের খরচের হিসেব কমিশনে জমা দেয়নি। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের বাতিল তালিকায় থাকা কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই আদালতের দারস্থ হয়েছেন।