মেলবোর্ন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। আর এই ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারছেন না বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের অধিনায়কত্বে একসময়ে খেলেছিলেন ল্যাঙ্গার। দীর্ঘসময় একসঙ্গে খেলেছেন। তাই সতীর্থকে এভাবে সরে দাঁড়াতে দেখে দেশের ক্রিকেট বোর্ডের প্রতি আঙুল তুললেন পান্টার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''কালো দিন অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য। গত ছয় মাসের দিকে যদি তাকানো হয়, তবেই দেখা যাবে যে ২ টো কেস কত দুর্বলভাবে সামলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম পেইনের কেসটি ও এখন জাস্টিন ল্যাঙ্গারের ক্ষেত্রেও। ভীষণ বিরক্তিকর যেভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই দুটো বিষয় সামলেছে তা দেখা।'' 


পন্টিং আরও বলেন, ''অবশ্যই বোর্ডের সমর্থন পায়নি জাস্টিন। আমি ওঁকে খুব ভালমতোই চিনি। ওঁ ভীষণভাবে কোচ হিসেবে আরও কাজ করতে চেয়েছিল। কিন্তু বোর্ডের সঙ্গে হয়ত বোঝাপড়া হয়নি। সবেমাত্র ওঁর কোচিং কেরিয়ারের দুটো দুর্দান্ত সাফল্য পেয়েছিল জাস্টিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও অ্যাশেজ।''


ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে ল্যাঙ্গারের পারফরম্য়ান্স রিভিউ করে পূর্ণমেয়াদি কোচ করা হবে। এর মাঝে আবার স্বল্পমেয়াদি কোচ হিসেবে কাজ করার জন্যও ল্যাঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি ৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার। ড্রেসিংরুমে প্লেয়ারদের সঙ্গেও তাঁর দূরত্ব বেড়েছে এমন খবর শোনা যাচ্ছিল। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়,''হেড কোচ জাস্টিন ল্যাঙ্কারের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। জাস্টিনকে স্বল্পমেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। যা উনি মানতে চাননি। ২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর টিমকে দুরন্ত সাফল্য দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।''


উল্লেখ্য, ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রথমবারের জন্য ঘরে তোলে ফিঞ্চ বাহিনী।