বিটন চক্রবর্তী, দীপক ঘোষ ও সৌভিক মজুমদার, পূর্ব মেদিনীপুর ও কলকাতা: এবার তৃণমূলে যোগ দেবেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলদিয়ার বিধায়ক? তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতির মন্তব্য তৈরি হয়েছে জল্পনা। যদিও, তাপসী মণ্ডলের দাবি গোটাটাই তৃণমূলের অপপ্রচার।
তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের দাবি, তাপসী মণ্ডল ঘনিষ্ঠদের সূত্রে তাঁদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মুকুল রায়ের পর বাঁকুড়ার বিষ্ণুপুরের তন্ময় ঘোষ...উত্তর ২৪ পরগনার বাগদার বিশ্বজিৎ দাস..উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সৌমেন রায়...এই তিন বিধায়কের পর বিজেপিকে জোর ধাক্কা দিয়ে, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও যোগ দিয়েছেন তৃণমূলে।
এবার কি ঘাসফুল শিবিরে নাম লেখাবেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল? জল্পনা উস্কে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দাবি, হলদিয়ার বিজেপি বিধায়ক দলবদলের জন্য যোগাযোগ করছেন। দেবপ্রসাদ মণ্ডল বলেছেন, তাপসী মণ্ডলের কাছের লোকজন, যাঁরা তাপসীকে পরিচালনা করেন, তাঁরা আমাকে বিধায়ককে তৃণমূলে নেওয়ার জন্য বলছেন।
যদিও, একদা সিপিএম বিধায়ক, যিনি এবারের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন...এবং সেই হলদিয়া থেকে ফের জেতেন, সেই তাপসী মণ্ডলের দাবি, তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে অপপ্রচার করছে তৃণমূল। তিনি বলেছেন, রাজ্যের শাসক দল এই নিয়ে মিথ্যা প্রচার করছে। আমি কোথাও যাচ্ছি না।
এরইমধ্যে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন,এমন একজন তৃণমূলে যোগ দেবেন বিজেপিতে ভাবতেও পারবে না। লাইনে আছেন বিজেপির অনেক বিধায়কও। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নীতি-আদর্শ নিয়ে যাঁরা দল করেন, তাঁরা তা ত্যাগ করে দলে ছেড়ে যাবেন না। কোনও সমস্যা হলে দলে কথা বলুন।
২০১৬-র বিধানসভা ভোটে হলদিয়া থেকে জেতেন সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল।তবে, বিধানসভা ভোটের মুখে শুভেন্দু অধিকারীর সঙ্গে, মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন হলদিয়ার বিধায়ক।এবার বিধানসভা ভোটে বিজেপির হয়ে তিনি হলদিয়ায় জেতেন।