অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আজ থেকেই শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। চালু হচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের পরিষেবা। জানাল মেট্রো রেল।


 বহু প্রতিক্ষত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। কেউ ক্যামেরাবন্দি করলেন প্রথম সফর, কেউ ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা।




  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর রুট ৪.৮ কিলোমিটার।

  • এর মধ্য়ে গঙ্গার নীচের মেট্রো পথ ৫২০ মিটার।

  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ৪টি স্টেশন রয়েছে।

  • গঙ্গার নীচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে, যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে। 

  • সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে।

  • ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

  • হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ল সকাল ৭টায়।

  • শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।   

    গঙ্গার নীচ দিয়ে সফরের সময় কেমন অনুভূতি 

  • গঙ্গার ঠিক নীচের টানেলে জ্বলছে নীল আলো, যাতে যাত্রীরা বুঝতে পারেন যে, ওই সময় তাঁরা নদীগর্ভের নীচ দিয়ে যাচ্ছেন।

  • শুধু তাই নয়, গঙ্গা দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারছেন।

  • নদীর তলায় মাটির গভীরে বসেছে অপটিক্যাল ফাইবার। তাই, ব্যবহার করা যায়  ইন্টারনেটও।

  • এই ৫২০ মিটার লম্বা অংশে টানেলের দেওয়ালে আঁকা হয়েছে জলজ প্রাণী ও জলজ উদ্ভিদের ছবি।     


 


হাওড়া ময়দান থেকে কোথায় কত ভাড়া ?

হাওড়া ময়দান থেকে ধর্মতলা যেতে খরচ পড়বে ১০ টাকা।
দমদম পর্যন্ত যেতে লাগবে ২৫ টাকা।
দক্ষিণেশ্বর ভাড়া ৩০ টাকা।
রবীন্দ্র সদন ২০ টাকা।
টালিগঞ্জ পর্যন্ত সফর করতে লাগবে ২৫ টাকা।
নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা।

আগেই পাতাল পথে কলকাতার সঙ্গে জুড়ে গিয়েছে হাওড়া। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রোরেলে সফর করেছেন তিনি। 


আরও পড়ুন :


প্রার্থীতালিকা প্রকাশ বামেদের, আপনার কেন্দ্রে তরুণ মুখ? না কি পুরনোতেই ভরসা বামের?