কলকাতা: বিজেপি, তৃণমূলের পর এবার বাম। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় প্রথমদফার প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট (CPIM Candidate List)। সিপিএম (CPIM) ও অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছিল। কিন্তু তাতে এখনও পুরোপুরি সবুজ সঙ্কেত মেলেনি। তাই বেশ কিছু আসন ছেড়েই প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। এবারের প্রার্থীতালিকায় একাধিক তরুণ মুখ রেখেছে বামেরা। 


বুধবারের বৈঠকে ঠিক হয়েছিল যে আসনগুলি কংগ্রেসের তালিকায় থাকার কোনও সম্ভাবনা নেই যেমন দমদম, যাদবপুর- (Jadavpur CPM Candidate), বসিরহাট, বীরভূম এরকম দশটি আসনে প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। প্রার্থী তালিকা ঘোষণার আগে বৈঠকে বসে সিপিএমের রাজ্য কমিটি। সেই মতোই এদিন আংশিক তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ১৬টি আসনের প্রার্থীতালিকা। এদিনের প্রার্থী তালিকায় কারা কারা থাকলেন? ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন। ১৬ প্রার্থীর মধ্যে ৩ জন মহিলা প্রার্থী।

কোচবিহার-  নীতিশচন্দ্র রায় (ফব)

জলপাইগুড়ি- দেবরাজ বর্মন (সিপিআইএম)

বালুরঘাট-  জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)


কৃষ্ণনগর - এসএম সাদি (সিপিআইএম)


যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)


দমদম- সুজন চক্রবর্তী (সিপিআইএম)


শ্রীরামপুর- দীপ্সিতা ধর (সিপিআইএম)


দক্ষিণ কলকাতা- সায়রা শাহ হালিম (সিপিআইএম)


হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

হুগলি- মনোদীপ ঘোষ (সিপিআইএম)

তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআইএম)


বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

বিষ্ণুপুর- শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

বর্ধমান পূর্ব- নীরব খাঁ (সিপিআইএম)

আসানসোল- জাহানারা খান (সিপিআইএম)


সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কংগ্রেস যদি আসন সমঝোতা চায় তাদের এগিয়ে আসতে হবে। এদিন ডায়মন্ড হারবার আসনে কোনও প্রার্থী দেয়নি বাম। ওই আসনে প্রার্থী হতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন নৌশাদ সিদ্দিকি। তাহলে কি ওই আসন আইএসএফ-এর জন্য ছেড়ে রাখা হচ্ছে? বিমান বসু জানান কোনও আসন কারও জন্য় ছে়ড়ে রাখা হচ্ছে না। এদিনই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে আইএসএফ-এর রাজ্য কমিটির তরফে ঘোষণা করা হয়েছে ৮টি আসনে তারা লড়বে। সেই তালিকায় রয়েছে শ্রীরামপুর, যাদবপুরের মতো আসন। যেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখনও সেভাবে গতি পায়নি। তাহলে কি আইএসএফ-এর সঙ্গেও আসন দ্বন্দ্ব হবে বামেদের?



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
 
 

আরও পড়ুন: ঘোমটা মাথায় হাসপাতালে হানা IAS-এর! হাতেনাতে পর্দাফাঁস হল কী?