কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, রানা দাস, কলকাতা : মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে( Abhishek Banerjee )  ফের তলব করেছে ইডি (ED)।  নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) মামলায় এটা তাঁকে ইডি-র তৃতীয় নোটিস। তবে এবার শুধু অভিষেক নয়। ইডি সূত্রে দাবি, এবার ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায় এবং লতা বন্দ্য়োপাধ্য়ায়কেও! অভিষেকের পর, আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যান্য সম্পত্তি সম্পর্কে জানতে চেয়ে, সোমবারই ED-কে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। আর তারপরই তড়িঘড়ি তলব ইডির। 


গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলার শুনানিতে, তথ্য গোপনের অভিযোগ তুলে ED-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিন্হা। একইসঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি, আয়ের উৎস-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি ইডির জমা দেওয়া রিপোর্ট দেখে বলেছিলেন, আপনারা (ED) জানিয়েছেন যে, অভিষেক বন্দোপাধ্যায়ের ৩টি বিমা আছে। তাহলে কি তাঁর হাতে আর কোনও সম্পত্তি নেই? ব্যাঙ্ক  অ্যাকাউন্টও কি নেই?  বিচারপতি অমৃতা সিনহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। তাঁর অ্যাকাউন্টও কি নেই? তাঁর বেতন কোন অ্যাকাউন্টে যায়? উত্তরে ইডি বলে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট আছে। 


বিচারপতি জানতে চান, তাহলে সেই অ্যাকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস ? এরপরই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, আপনারাই তথ্য গোপন করছেন বলে এখন সন্দেহ হচ্ছে। তাহলে কি আদালতে প্রশ্নের মুখে পড়েই, ফের তলব করে অভিষেককে নোটিস পাঠাল ED? জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। ট


সোমবার ভর্ৎসনার সুরে বিচারপতি ইডিকে এই প্রশ্নও করেন আপনারা কি চান, তদন্ত করতে না প্রমাণ ধ্বংসের অপেক্ষা করতে? আপনাদের কি কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে? নিষ্কৃতি দেওয়া হোক এটাই চান? আপনারা এই ধরনের তদন্তের জন্য প্রশিক্ষিত তো ? বিচারপতি সিনহা বলেন, তদন্তের গতি এবং পদ্ধতি নিয়ে আদালত সন্দিহান! হাইকোর্টে এইভাবে ভর্ৎসনার মুখে পড়ার চার দিনের মধ্যেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল ED. 


গত ২৯ অগাস্ট, বিচারপতি অমৃতা সিন্হা, ED-র আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, আদালত কি তদন্তে বাধা দিয়েছে? তাহলে কেন তদন্ত করছেন না? কেন সমন পাঠাননি? আদালত কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। কড়া পদক্ষেপ মানে কি, তদন্ত করা যাবে না? বিচারপতি সিন্হার ওই ভর্ৎসনার কয়েকদিনের মধ্যেই, ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব করেছিল ED। এক্ষেত্রেও কি ভর্ৎসনার মুখে তলব?