সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে দাবি করা হল ইডি সূত্রে! সল্টলেকের অফিসে প্রায় ৩৭ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল । উদ্ধার বিপুল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ও চাকরি প্রার্থীদের নামের তালিকা। উদ্ধার ৬০ থেকে ৭০ টি পুরসভার চাকরির নিয়োগপত্র।
গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারকে
প্রায় ৩৭ ঘন্টা টানা তল্লাশির পর গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। মিলেছে ৭টি হার্ড ডিস্ক, বহু ডিজিটাল নথি।
মিলেছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড
এছাড়াও মিলেছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা। পাওয়া গিয়েছে ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি ইডি-র। এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাট থেকেও বেশকিছু OMR শিট উদ্ধার করেছিল ইডি। ফলে নিয়োগ দুর্নীতিতে শান্তনু-কুন্তলের যোগসূত্র আরও জোরাল হল বলেই মনে করছেন গোয়েন্দারা। শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে, খবর ইডি সূত্রে। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটিরও বেশি লেনদেন, দাবি ইডি-র। প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি অয়ন, দাবি ইডি-র।
শান্তনুর টাকা বিনিয়োগ অয়নের মারফৎ
অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিনিয়োগ হয়েছে, দাবি ইডি-র। অয়নের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে টাকা, দাবি ইডি-র।
কীভাবে ফাঁস হল সবকিছু
শনিবার হুগলির চুঁচুড়ায় গিয়ে প্রথম অয়নের ফ্ল্যাটের সন্ধান মেলে।সেখানেই সস্ত্রীক থাকতেন অয়ন। জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পারে, সল্টলেকের FD ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির একতলায় অয়নের অফিস রয়েছে। ওইদিনই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একটি দল ওই অফিসে হানা দেয়। শনিবার দুপুর সাড়ে ৩টে থেকে তল্লাশি শুরু হয়। রাতেই অয়নকে নিয়ে আসা হয় সল্টলেকের অফিসে।
ইডি-র তল্লাশি অভিযান শেষ হয় রবিবার রাত ৩টে ৪০-এ। অয়নকে গ্রেফতার করে আনা হয় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে। মেডিক্যাল পরীক্ষার পর আজই তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।
শনিবার হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহূল ফ্ল্যাট, গেস্ট হাউস, পেল্লায় তিনতলা বাড়িতে একযোগে অভিযানে নামে ইডি। তখনই গোয়েন্দাদের স্ক্যানারে চলে আসেন শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল! চুঁচুড়ার বিলাসবহূল ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় ডাক পড়ে প্রোমোটারের। শুরু হয় জিজ্ঞাসাবাদ।