ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ: কয়লা পাচারকাণ্ডে দিল্লির আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই চার্জশিটে কোনও রাজনৈতিক নেতার নাম নেই। তারপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীদের একাংশ। তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পদ্ম ও ঘাসফুল।


বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপি-তৃণমূলের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। এই পরিস্থিতিতেই কয়লাকাণ্ডে আরও একটি চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই চার্জশিটে নাম নেই কোনও রাজনীতিবিদের।


বারবার জিজ্ঞাসাবাদ:
মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন্ট বা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে হেফাজতে থাকা গুরুপদ মাজি এবং তাঁর নিয়ন্ত্রণে থাকা ৬টি সংস্থাকে। এটা নিয়ে কয়লাকাণ্ডে তিনটি চার্জশিট দিয়েছে ইডি। কিন্তু এখনও পর্যন্ত কোনও চার্জশিটে হেভিওয়েট কোনও নেতার নাম নেই। যা নিয়ে সরব হয়েছে সিপিএম। একই সুরে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। তৃণমূল-বিজেপি অবশ্য আঁতাঁতের অভিযোগ অস্বীকার করেছে। 


বাম-কংগ্রেসের অভিযোগ:
কয়লাকাণ্ডে বারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেখানে সাড়া দিয়ে গিয়েছিলেন অভিষেক। এমনকী দিল্লি গিয়েও ইডির মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন ইডির আধিকারিকরা। এখানেই শেষ নয়, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। এছাড়া, কয়লাকাণ্ডের অভিযোগ নিয়ে মন্ত্রী মলয় ঘটককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চার্জশিটেই কোনও প্রভাবশালী ব্যক্তির নাম নেই। সেখানেই অভিযোগ করেছে বাম ও কংগ্রেস। কোনও প্রভাবশালী ব্যক্তিকে ছাড়া এতবড় চক্র চালানো সম্ভব নয় বলেই অভিযোগ তাদের। তৃণমূল ও বিজেপির আঁতাঁতের জন্য প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছেন বলে দাবি করছে বাম-কংগ্রেস। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। 


আরও পড়ুন: আরপিএফের লাঠিতে সাঁতরাগাছিতে মাথা ফাটল হকারের, রেল অবরোধ রামরাজাতলায়