সৌভিক মজুমদার, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC scam) মামলায় গ্রেফতারির পরেই এসএসকেএমে (sskm) ভর্তি পার্থ চট্টোপাধ্যায়। আপত্তি জানিয়ে হাইকোর্টের (high court) দ্বারস্থ ইডি (ED), খবর সূত্রে। রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি'র দ্বারস্থ, বলছে সূত্র। যে ভাবে নির্দেশ দেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি বলে অভিযোগ ইডির, এমনই জানা যাচ্ছে।


কী বলছে ইডি?


সূত্রের খবর, গত রাতেই প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ইডি। জানা গিয়েছে, তাঁর অনুমতিক্রমে মামলা দায়েরের প্রক্রিয়াও এর মধ্যে শেষ হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, যে ভাবে গ্রেফতারির পরই পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে, সেই প্রক্রিয়ার তাঁরা বিরোধিতা করছেন। তাঁরা চান, রাজ্যের পরিষদীয় মন্ত্রীর চিকিৎসা কম্যান্ড হাসপাতালে হোক। পাশাপাশি শোনা যাচ্ছে, নিম্ন আদালতের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছে ইডি। আধিকারিকরা বলেছেন, নিম্ন আদালতে যে রায়দান করা হয়েছে, সেগুলিকেও তাঁরা চ্যালেঞ্জ করছেন। ইডি নিজের মতো করে সত্য উদঘাটন করতে চাইছে। তাঁদের মতে, এই রায়ের ফলে বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে তাঁদের তদন্তে হস্তক্ষেপ হতে পারে বলেও মনে করছে ইডি। সেই জন্যই তড়িঘড়ি হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ তাঁরা। আজ রবিবার, ছুটির দিনই বিশেষ বেঞ্চ গঠন করা হোক ও শুনানি শুরু হোক, চান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আজই হয়তো শুনানি শুরু হতে পারে। তবে তাতে কোন বিচারপতি থাকবেন সেটা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত যত টুকু জানা গিয়েছে, তাতে বেলা ১১টার মধ্যে শুনানি শুরু হতে পারে বলে জল্পনা। 


কোন যুক্তিতে আপত্তি?


সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, একেবারে সঙ্গত কারণেই আপত্তি জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর কথায়, 'এত বড় একটা দুর্নীতি, এক জন মন্ত্রী সরাসরি যুক্ত। তাঁকে এসএসকেএমে রাখা হচ্ছে মানে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে এবং হয়ও। ইডিকে এই সব বিষয়ে তৎপর হতে হবে।' প্রসঙ্গত ইডি হেফাজতের প্রথম রাত এসএসকেএমে কাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রয়েছেন পার্থ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সূত্রের খবর, তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল টিমে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী ও নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী। আগামিকাল পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। 


 


 


আরও পড়ুন:অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, ভর্তি করা হল SSKM-এর ICCU-তে