কলকাতা: মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির (Enforcement Directorate) তলব। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির নোটিস। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিস। আজই ইডির নোটিস, মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি । কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই 'কালীঘাটের কাকু'। ১৪ তারিখ পর্যন্ত হেফাজতে 'কাকু', ১৩ জুন অভিষেককে ইডির তলব। 'কালীঘাটের কাকু'র হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেককে তলব। গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
CBI-এর পর এবার ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দিল ED। মঙ্গলবার CGO কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। অভিষেকও পাল্টা জানিয়েছেন, মঙ্গলবার তিনি যাবেন না।
কয়লা পাচার মামলায়, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেদিনই, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দিল ED। সূত্রের দাবি, মঙ্গলবার CGO কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। ১৮ দিন আগে কয়লা পাচার মামলায় অভিষেককে তলব করেছিল CBI এবার ডাকল ED। কিন্তু, অভিষেকও পাল্টা জানিয়েছেন, তিনি মঙ্গলবার যাবেন না।
৮ জুলাই পঞ্চায়েত ভোট অর্থাৎ অভিষেকের কথা থেকে স্পষ্ট, ভোটের আগে তিনি ইডির কাছে যাবেন না। এখন প্রশ্ন হল, অভিষেক শেষ অবধি মঙ্গলবার না গেলে ED কী করবে? ইডি সূত্রে খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি ছাড়াও একাধিক তথ্য তাঁদের হাতে এসেছে।
গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল CBI. অভিষেককে তলব প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাদারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটারে নারদকাণ্ডের এই ছবি পোস্ট করে লিখেছেন, সিবিআই, ইডি দেখতে পাচ্ছে না?
তোলাবাজ, সিবিআই এফআইআর নেমড কেন গ্রেফতার হবে না? নারদ, সারদার তদন্তে গদ্দার মুক্ত কেন? ৩০ মে প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর 'কালীঘাটের কাকু'কে গ্রেফতার করেছিল ED। গ্রেফতারির বহু আগেই তাঁর মুখে উঠে এসেছিল সাহেবের প্রসঙ্গ।
১৪ জুন 'কালীঘাটের কাকু'র ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর ১৩ তারিখ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে ইডি। প্রশ্ন উঠছে, তবে কি 'কাকু'র মুখোমুখি বসিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ED-র? অভিষেক শেষ অবধি হাজিরা না দিলে ED কী পদক্ষেপ করবে? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।