প্রকাশ সিনহা, বিশ্বজিৎ দাস এবং দীপক ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে (Recruitment Scam), নতুন বছরের শুরুতেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যোগ থাকা চারটি কোম্পানি।


লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান
 
 ইডির চার্জশিটে আগেই দাবি করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্ডসে একাধিক কোম্পানির থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। এবার সেই টাকারই উৎস সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পর, গত বছরের ২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়। 


ইডির চার্জশিটে দাবি করা হয়,...


পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয়, ২০২০ সালের ৩ জানুয়ারি, লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এস ডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। ইডির দাবি, সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্ট্যান্ট অমিতবরণ কর্মকারের বাড়ি থেকে। তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বাউন্ডসকে বছরে এক কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এস ডি কনসালটেন্সি। 


চারটি কোম্পানির ডিরেক্টরদের তলব করেছে ইডি


এখানেই ইডি সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের বিভিন্ন নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক কোম্পানির হদিশ পাওয়া গেছে, যেখান থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। সূত্রের দাবি, সেইরকম চারটি কোম্পানির ডিরেক্টরদের তলব করেছে ইডি। একইসঙ্গে নথিও আনতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, জানতে চাওয়া হবে, লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সেই কোম্পানিগুলোর কী ধরনের চুক্তি হয়েছিল? লিপস অ্যান্ড বাউন্ডস থেকে তাঁরা কী কী পরিষেবা পেতেন?


আরও পড়ুন, চিনের নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার হদিশ এবার কলকাতায়!


কোন পরিষেবার জন্য লিপস অ্যান্ড বাউন্ডস টাকা পাঠানো হয়েছিল?


কোন পরিষেবার জন্য লিপস অ্যান্ড বাউন্ডস টাকা পাঠানো হয়েছিল? ED-র স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যোগ থাকা ৪ কোম্পানি। একযোগে তৃণমূলকে আক্রমণে বিরোধীরা। ইডি সূত্রে দাবি, ওই চারটি কোম্পানির ডিরেক্টরদের আনা নথি ও তাঁদের যে বয়ান রেকর্ড করা হবে, তা খতিয়ে দেখে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।