প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি-দুর্নীতি (SSC) মামলায় সিবিআইয়ের (CBI) পর এবার ইডি (ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনলেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির (ED)। দিল্লিতে ইডির সদর দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে চাওয়া হয়েছে এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, মনে করছে ইডি, খবর সূত্রের। জানা গিয়েছে, সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর।
SSC মামলায় এবার ইডির অনুসন্ধান: সিবিআই দফতরে ইডি চিঠি দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি চেয়েছে। এসএসসি মামলায় যে ৪টি এফআইআর করা হয়েছে, তার কপি চাওয়া হয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত তদন্ত সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা রিপোর্ট আকারে চেয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় যাবতীয় নথি চাওয়া হয়েছে। সূত্রের খবর, ইডি অনুসন্ধান করে জানতে পেরেছেন, এসএসসি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কোথায় পৌঁছল? সিবিআই সূত্রে খবর, দু-একদিনের মধ্যেই সব নথি দেওয়া হবে ইডিকে। কীভাবে এই মামলার রুজু করা হবে? কীভাবে এই মামলার তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে? তা সিদ্ধান্ত নেবে ইডি।
SSC’র গ্রুপ C’র প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও, ৩০০’র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল। SSC’র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার নির্দেশে এই কাজ করেছিলেন কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য। SSC’র নিয়োগ-দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, ৭ জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছিল অনুসন্ধান কমিটি। এই ৭ জনের মধ্যে ৫ জনের নাম কোথাও কোনও তালিকায় ছিল না। ২ জনের নাম ছিল ওয়েটিং লিস্টে।
বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে, তাঁরা লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, সে সম্পর্কে তাঁদের কোনও ধারনা নেই। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের পরামর্শে তাঁরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, রিপোটে আরও বলা হয়েছে, সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, SSC’র প্যানেল এমনভাবে প্রকাশ করা হয়েছিল, যাতে একজন প্রার্থী শুধুমাত্র তার র্যাঙ্ক জানতে পারেন, অন্য প্রার্থীদের র্যাঙ্ক জানতে না পারেন।