সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কত সম্পত্তির 'মালিক' অর্পিতা মুখোপাধ্যায় (arpita mukherjee)? একাধিক ফ্ল্যাটের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা একাধিক জমিও এবার ইডি-র (ED) নজরে, বলছে সূত্র।
ইডি-র রেডারে
টালিগঞ্জের ডায়মন্ড সিটি এবং রথতলার ব্লক ফাইভ এইটএ ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল নগদ, গয়না (jewellery) এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (documents) উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, সেই নথিপত্র থেকে তদন্তকারীরা আরও একাধিক ফ্ল্যাটের হদিস পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি একাধিক জমির প্লটের খোঁজও মিলতে পারে বলে খবর। এর মধ্যে কিছু জমি অর্পিতার নামে কেনা হয়েছিল। কিছু জমি কেনা হয় তাঁর আত্মীয়দের নামে। রিয়েল এস্টেট সংস্থার নামেও দুটি জমি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে দুটি রিয়েল এস্টেটের দিকে বিশেষ নজর রয়েছে ইডি আধিকারিকদের। বাণিজ্যিক ভবন নয়, বাসভবনের ঠিকানায় সংস্থাদুটি খোলা হয়েছিল বলে খবর। আপাতত নথিগুলির সূত্রে হদিস পাওয়া জমির (land) প্লট (plot) রেইকি করবেন তদন্তকারীরা। পরে প্রয়োজনে ঘটনাস্থলেও যেতে পারেন তাঁরা, খবর সূত্রে।
নজরে সোনার 'বার'
জমির প্লটের পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার 'বার' গুলিও ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। তাঁদের ধারণা, কালো টাকা সাদা করতেই সেগুলি নগদে কেনা হয়েছিল। এরকম সোনার 'বার' আরও কিছু জায়গায় থাকতে পারে বলে ধারণা ইডি-র। তবে কালো টাকাকে সাদায় পরিণত করার কারবার অর্পিতার পক্ষে একা করা সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে কারা তাঁকে সাহায্য করেছিলেন? জানার চেষ্টা করছে ইডি। তাদের ধারণা, কিছু 'বার' পাচারও হয়ে থাকতে পারে। সেগুলিরও খোঁজার চেষ্টা চলছে। সূত্রের খবর, অর্পিতার মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত যেখানে...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এখনও পর্যন্ত অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে মেলে বিপুল সোনা যার মধ্যে রয়েছে 'বার', কঙ্কন, কলম এবং মুঠো মুঠো রুপোর কয়েনও। এছাড়াও বহু জমির নথি পাওয়া গিয়েছে বলে খবর। সূত্রের মতে, তদন্তকারীদের অর্পিতা জানিয়েছেন সব টাকা পার্থর। টাকা এসেছে জানলেও তার পরিমাণ জানতেন না। তাঁর ফ্ল্যাটে যে ঘরে টাকা থাকত, সেখানে ঢোকারও অনুমতি ছিল না। দাবি অর্পিতার। রহস্যের গোড়ায় পৌঁছতে এখনও পার্থ-অর্পিতাকে জেরা করছে ইডি।
আরও পড়ুন:"পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন !" নিজেকে 'চুনোপুঁটি' বললেন মদন